আমাদের কথা খুঁজে নিন

   

সিজনাল পাগল

- শীত আসছে। শীত আসলে বাংলাদেশে সিজনাল পাগলের সংখ্যা বাড়ে। এরা সারা বছর ভালো থাকে, শুধু শীত আসলেই কিছুদিনের জন্য এদের পাগলামি বেড়ে যায়। কাজল পাগলার কথা খুব মনে পড়ছে। কাজল পাগলা ছিল আমার পাশের বাড়ির সিজনাল পাগল।

প্রায় সারা বছর সে খুব ভালোই থাকতো। মুয়াজ্জিন ছিল, মসজিদের পাঁচবার আযান দিতো সে। জামাতে নামাজ পড়তো। শীত আসলেই সমস্যা। কাজল পাগলার পাগলামি শুরু হয়ে যেত।

যখন তখন একটু পর পর আযান দিয়ে উঠতো। ওর অসময়ের আযান শুনে পাড়ার মানুষ বিভ্রান্ত হতো। আরো ভয়ংকর ব্যাপার হচ্ছে হঠাৎ করে নিজের লুঙ্গি উচিয়ে বিভৎসভাবে হাসতে থাকতো। এ কারনে পাড়ার সবাই শীত আসলেই আতঙ্কিত থাকতো, না জানি কখন কাজল মিয়া কার সামনে এসে পড়ে আর শুরু করে তার লুঙ্গি তোলা হাসি। আমার পরিচিত আরো একজন সিজনাল পাগল আছে।

তিনি আপনাদেরও পরিচিত। তিনি একটু বেশীই পরিচিত। মসজিদে পাঁচ বার আযান দেয়ার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব জনগণ তাকে দিয়েছে। শীত আসলে তারও পাগলামি বেড়ে যায়। প্রতি বছর শীতে দু-একটা ফালতু কথা না বললে তার চলে না।

আজ তিনি গণতান্ত্রিক দেশে শরিয়া আইন প্রয়োগের যে কথাটি বলেছেন, তা কাজল পাগলার পাগলামিকেও হার মানায়। তার কথা বাস্তবে রূপ দিতে গেলে প্রথমেই তাকে সবকিছু ছেড়ে ছুড়ে বোরখা পরে সংসারের কাজে মনযোগ দিতে হবে। যে দেশে পাগল বেশী সে দেশের শীত আসলেই একটা আপদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.