আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারণার জয় সর্বত্র

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

আগের লেখায় লিখেছিলাম, জার্মানীতে আসা বাঙ্গালী ও স্থানীয় মহিলাদের বৈবাহিক সম্পর্কের ইতিকথা। ইতিকথা বলছি একারনে যে, বেশীরভাগ সম্পর্কই এখন ছিন্ন। কোন কোন ক্ষেত্রে বিয়েটা কাগজে কলমে ছিল, কোন কোন ক্ষেত্রে প্রেমের অভিনয় করে কোন বয়সী মহিলাকে বাগানো হয়েছে, কোন কোন ক্ষেত্রে সত্যিকারেরই ভালবাসা। ছাড়াছাড়ির পর এখন প্রায় সবারই বাংলাদেশী স্ত্রী। প্রায় সবাই আগের বিয়ের ও সন্তানের কথা গোপন রেখেছেন।

নিজেদের সত্যিকারের পেশার কথা প্রকাশ করেন নি। তাদের চেয়ে অনেক বেশী শিক্ষিত, সুন্দরী মেয়েদের বিয়ে করে বিদেশে এনেছেন। এ মেয়েদের অধিকাংশই মানসিক দিক থেকে অসুখী, নিজেদেরকে প্রতারিত মনে করেও প্রতারক স্বামীর সাথে সংসার করে যাচ্ছেন। এতে বাংলাদেশী বউদের ভেতরেও এক ধরনের হীনমন্যতা কাজ করে। সবচে' গর্ববোধ করেন সেই মহিলারা, যাদের স্বামীরা কাগজে কলমে বিয়ে করেছিলেন।

কার তারা অপোকৃত 'ফ্রেশ'। তার পরে আসেন তারা, যাদের স্বামীরা প্রেমের অভিনয় করে বিয়ে করেছিলেন। যাদের স্বামীরা সত্যি সত্যিই প্রেম করে বিয়ে করেছিলেন, তাদের অবস্থা বেশ খারাপ। তাদের হীনমন্যতা সবচে বেশী। তাদের এসব আলোচনায় লজ্জায় অধোবদন হয়ে থাকতে হয়।

অর্থটি গিয়ে দাড়ালো, প্রতারণার জয় সর্বত্রই, এমনকি এখানেও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।