আমাদের কথা খুঁজে নিন

   

সর্বত্র ইউনূস নামের জয়-জয়কার

ইসু্যভিত্তিক আন্দোলন

গতকাল দক্ষিন আফ্রিকার ডারবানে হয়ে গেলো পাকিস্তান - দক্ষিন আফ্রিকার দ্্বিতীয় ওয়ান ডে ম্যাচ। ম্যাচটি ছিলো পাকিস্তানের জন্য ঘুরে দাড়ানোর একটা লড়াই। সেই লড়াইয়ে সফল হয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান 4 উইকেটে সংগ্রহ করেছে 351 রান। এই রানে মধ্যে পাকিস্তানের সফল ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ করেছেন 111 বলে অপরাজিত 101 রান।

ইউনূস খান করেছেন 98 বলে 93 রান। আর মারকুটে ব্যাটসম্যান শহীদ আফ্রিদি করেছেন 35 বলে 77 রান। আফ্রিদি আবার বল হাতে 9 ওভার বল করে 25 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। কিন্তু ম্যাচ শেষে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন ইউনূস খান। একজন সেঞ্চুরি ও আরেকজন দ্রুত রান ও উইকেট নিয়ে হতে পারেন নি ম্যাচ সেরা খেলোয়ার।

সবাইকে ছাপিয়ে ম্যাচ সেরা খেলোয়ার হয়ে ইউনূস খান । তিনি ম্যাচ সেরা হয়ে আমাদের বোকাচোদা বানিয়েছেন। সম্ভবত এই বোকাচোদা বানানোর নেপথ্যে কোন মুরব্বী রাষ্ট্রের গোপন যোগাযোগ কাজ করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.