আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমণ স্মারক (কলকাতা-আগ্রা-আজমীর-দিল্লী)


কলকাতা শহরের বিখ্যাত ভিক্টোরিয়া পার্ক-সে যেন স্থাপত্য শিল্পের এক অনবদ্য নিদর্শন ও বিনোদন উদ্যান- ভিক্টোরিয়া পার্ক এর সামনে এক পরিচিতের সাথে দেখা হলো ভিক্টোরিয়া পার্ক হয়ে গেলাম ইন্দিরা পার্কে এখান থেকে মেট্রো বা পাতাল ট্রেনে করে নিউমার্কেট অতঃপর হোটেল পর দিন গেলাম সাইন্স সিটিতে সন্ধ্যায় হাওড়া থেকে আগ্রার উদ্দেশ্যে রওয়ানা- পর দিন রাতে আগ্রায় সকালে নাস্তাসেরে গেলাম তাজমহল দেখতে- পৃথিবীর এক নান্দিনক ইমারত। প্রেমের উজ্জল দৃষ্ঠান্ত। স্ত্রী মমতাজের জন্য সম্রাট শাহজাহানের অমর র্কীতি। হাজার হাজার পর্যটকের উপস্থিতি সেখানে। দেখে মুগ্ধ হলাম- নজরুলের ভাষায়- তাজমহলের পাথর দেখেছ, দেখেছ কি তার প্রাণ- অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান ।

তাজমহলের মুল বেদীতে উঠে- তাজমহলের মুল বেদী থেকে পিছনে যমুনা নদী মমতাজ ও সম্রাট শাহজাহান এর কবর- (সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রীর কবরের উপর তাজমহল র্নিমাণ করেন, তার মৃত্যুর পর সম্রাট ঔরঙ্গজেব তার পিতাকে মমতাজের পাশে সমাহিত করেন) এর পর গেলাম আগ্রা ফোর্ট- আগ্রা ফোর্ট ও তাজমহল দুটিই যমুনা নদীর তীরে অবস্থিত তাই আগ্রা ফোর্ট থেকে তাজমহল দেখা যায় আগ্রা শহর পুরনো হলেও অত্যন্ত পরিকল্পিত। ঐতিহ্য রক্ষায় এখানকার রাস্তা ঘাটের অধিকাংশই সেই মোঘল আমলেরই রয়েছে। আগ্রা থেকে গেলাম আজমীর হযরত খাজা মঈনুদ্দীন চিমতি (রঃ) এর মাজার জিয়ারত করতে। আগ্রায় একদিন থেকে পরদিন দুপুরে রওয়ানা দিলাম দিল্লীর উদ্দেশে, পৌছলাম রাতে পর দিন কুতুব মিনার, দিল্লী গেট, লার্জ পাথ মাকের্ট, লাল কেল্লা ঘুরে পহাড়ী পথ পেড়িয়ে ফিরছি- কলকাতা শহরের বিখ্যাত ভিক্টোরিয়া পার্ক-সে যেন স্থাপত্য শিল্পের এক অনবদ্য নিদর্শন ও বিনোদন উদ্যান- ভিক্টোরিয়া পার্ক এর সামনে এক পরিচিতের সাথে দেখা হলো ভিক্টোরিয়া পার্ক হয়ে গেলাম ইন্দিরা পার্কে এখান থেকে মেট্রো বা পাতাল ট্রেনে করে নিউমার্কেট অতঃপর হোটেল পর দিন গেলাম সাইন্স সিটিতে সন্ধ্যায় হাওড়া থেকে আগ্রার উদ্দেশ্যে রওয়ানা- পর দিন রাতে আগ্রায় সকালে নাস্তাসেরে গেলাম তাজমহল দেখতে- পৃথিবীর এক নান্দিনক ইমারত। প্রেমের উজ্জল দৃষ্ঠান্ত।

স্ত্রী মমতাজের জন্য সম্রাট শাহজাহানের অমর র্কীতি। হাজার হাজার পর্যটকের উপস্থিতি সেখানে। দেখে মুগ্ধ হলাম- নজরুলের ভাষায়- তাজমহলের পাথর দেখেছ, দেখেছ কি তার প্রাণ- অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান । তাজমহলের মুল বেদীতে উঠে- তাজমহলের মুল বেদী থেকে পিছনে যমুনা নদী এর পর গেলাম আগ্রা ফোর্ট- আগ্রা ফোর্ট ও তাজমহল দুটিই যমুনা নদীর তীরে অবস্থিত তাই আগ্রা ফোর্ট থেকে তাজমহল দেখা যায় আগ্রা শহর পুরনো হলেও অত্যন্ত পরিকল্পিত। ঐতিহ্য রক্ষায় এখানকার রাস্তা ঘাটের অধিকাংশই সেই মোঘল আমলেরই রয়েছে।

আগ্রা থেকে গেলাম আজমীর হযরত খাজা মঈনুদ্দীন চিমতি (রঃ) এর মাজার জিয়ারত করতে। আগ্রায় একদিন থেকে পরদিন দুপুরে রওয়ানা দিলাম দিল্লীর উদ্দেশে, পৌছলাম রাতে পর দিন কুতুব মিনার, দিল্লী গেট, লার্জ পাথ মাকের্ট, লাল কেল্লা ঘুরে পহাড়ী পথ পেড়িয়ে ফিরছি-
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।