আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমণ

একটা পথশিশু বড় হবে আমার আঁচল ছায়___বিধাতা ইচ্ছাপূরণের একটা ক্ষমতা আমাকে দিও । জন্মসূত্রে আমি সাভারের বাসিন্দা । বাস করতে করতে এমন বদভভাস হইছে যে সাভার ছাড়া অন্য কোথাও থাকা অসম্ভব আমার জন্য । সিক্রিত ডিগ্রী থাকা জরুরি তা না হলে কেউ শিক্ষিত বলবে না । আর তাই সাভার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পাঠস্থানে প্রতিদিন যাই ।

যেই বাহনে যাই তা অন্যদের কাছে মুড়ির টিন বা মালগাড়ি হইলেও আমার কাছে পঙ্খিরাজ এই পঙ্খিরাজে আবার মেয়ে যাত্রীদের জন্য সরকার ইঞ্জিনের কাছে ৮টা বসার স্থান বরাদ্দ করে দিছেন । বলাটা বাহুল্য হয়ে যাচ্ছে যে ঐ বসার স্থানগুলোর বেশির ভাগটাই দখল করে পুরুষ জাতির অন্তর্ভুক্ত কিছু লোক । কিছু বলি না । বলতে গেলে শুনতে হয় যে, ' সম অধিকার চান তাহলে দাঁড়ায় যান !' আরে হাধারাম দাঁড়ায় যাইতে কষ্ট হয় তা তোদের কে বলছে ! কষ্ট হয় কিছু নিম্নরুচিধারীর স্পর্শ থেকে নিজেকে বাঁচাতে !!! কথাটা মুখের উপর বলছি অনেকবার । কাজ হয়না !!! এখন আর বলি না ।

ভেবে নেই যে সমস্ত মানুষ মহিলাদের বসার স্থানে বসে আছেন তারা পুরুষ বেশ ধারি উভয় লিঙ্গের অধিকারী । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।