আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমণ

ভ্রমণ, সিডিউল মোতাবেক ভাল্লাগে না। গেলাম, গাড়ি থেকে নেমে সোজা বাংলোতে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর হন্তদন্ত বেরিয়ে পড়লাম...পরিত্যাক্ত রাজবাড়ি বা প্রাচীন দিঘির শানবাঁধানো সিঁড়িতে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। ছবিতে থাকবে হাসি হাসি মুখ। তারপর খাওয়া-দাওয়া। তারপর গাড়িতে আবার বাড়ির টানে ফিরে আসা। এর মধ্যে ভ্রমণ কোথায়, যে ভাল্লাগবে? বরং যেতে যেতে, হঠাৎ সামনে দেখে শীর্ণ এক নদী, গাড়ি থেকে যদি হুট করে নেমে পড়ি, কদিন থাকি সেখানে, সেখান থেকে অন্য কোথাও, যেখানে ইচ্ছে, যতদিন ইচ্ছে... না হয় ফিরলাম না আর। কিছুই তো ফেরে না জানি। ইচ্ছে রে ইচ্ছে...এরকম ইচ্ছেরা ডাক দিচ্ছে। ভ্রমন হচ্ছে, যেতে যেতে নদী, যেতে যেতে রাঙামাটি, যেতে যেতে হিমছড়ি, যেতে যেতে নীলগিরি, যেতে যেতে...হঠাৎ সামনে তুমি! ফলে, ফেরার সুযোগ কোথায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।