আমাদের কথা খুঁজে নিন

   

শপিং এর গুষ্টি কিলাই



ঈদ এলেই থুক্কু রমজান শুরু হলেই পকেটের বারোটা বাজা শুরু হয়ে যায়। সারাদিন অফিসে খাটাখাটনির পর বাসায় গিয়ে বৌরে সাথে নিয়ে ছুটতে হয় শপিং এ। এভাবেই চলছিল রমজান মাস। গতকাল অফিসে আসার সময় বৌ অনুরোধ করল যেন একটু সকাল সকাল অফিস থেকে ফিরি। উদ্দেশ্য জানতে চাইলে বললো বসুন্ধরা সিটিতে দেশীদশে যাবে, আমার একমাত্র শ্যালক, শ্বাশুড়ি এবং তার শ্বাশুড়ির জন্য কেনাকাটা করতে।

রাজী হয়ে অফিসে এসে, কাজের পাহাড় দেখে মেজাজ সপ্তমে উঠল। তারপর ও তিনটার সময় অফিস থেকে বের হয়ে কোনদিক না তাকিয়ে সোজা বাসা, সেখানে গিয়ে দেখি ম্যাডামের মেজাজ ও চ্রম খারাপ, কারন বুয়া আসেনি এদিকে একগাদা কাপড় ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছে। বাধ্য হয়ে দু'জনে মিলে ভেজা কাপড়ের একটা গতি করে রওনা হলাম বসুন্ধরা সিটির উদ্দেশ্যে। জ্যাম পেরিয়ে বসুন্ধরা সিটিতে পৌছানোর পর খেয়াল করলাম ইফতারির আর মাত্র ২০ মিনিট বাকি আছে, গেলাম খাবারের দোকানে কিন্তু কি খাইলাম না খাইলাম বুঝলাম না, বিল দিতে গিয়ে বুঝলাম জবাই হওয়া কাকে বলে ইফতারির পরে দেশী দশ এর বেচাকেনা শুরু করতে বেশ কিছুক্ষন দেরী হয়, ততক্ষনে ওয়েস্টটেক, এক্সট্যাসি আর মান্ত্রা ঘুরে এলাম। তারপর দেশী দশের পালা।

ভাইরে হাটতে হাটতে আমি শেষ কিন্তু গিন্নির কিছু পছন্দই হয় না অবশেষে ইনফিনিটিসহ আরও বেশ কয়েকটি দোকান ঘুরে কিছু কসমেটিকস সঙ্গী করে এলাম মেট্রো শপিং মলে। সেখান থেকে কে ক্রাফট, অন্যমেলা, কাজি ক্রাফ্টস, আবর্তন, রুপেরহাট, ওজি, খাজানা, ট্রেন্ডজ, নীলাঞ্জনা পল্লী, টেক্সমার্ট, নবরুপা, সানরাইজ প্লাজা, নারীমেলা, গুহীনি, কৃষাণী সব ঘুরেও গিন্নী যখন কিছু পছন্দ করতে পালর না তখন আমার মেজাজ খারাপ হওয়া শুরু এবং রাত সাড়ে এগারোটায় খালি হাতে বাসায় ফেরত। ফিরে এসে ছুটতে হলো রান্নাঘরে, রান্না শেষে অফিসের জরুরী কিছু কাজ শেষে সেহরী খেয়ে ঘুম। ফলাফল, সকালে উঠতে দেরী আর অফিসে লেট। অফিসে আসার আগে আবার ও বায়না, আজ আবার শপিং এ যেতে হবে কারন আগামীকাল সকালে এ যান্ত্রিক শহর থেকে ঈদ উপলক্ষে আপাত বিদায় ।

মেজাজ আবার খিচড়ে গেলো, সমাধান হিসাবে বললাম, আজ আর আমি বের হতে পারছি না, অফিস থেকে ফিরতে দেরী হবে, তাই আমার বড় ভাবীকে ফোন করে আসতে বলে দিলাম এবং তারা দু'জন মিলে শপিং শেষ করবে। আর এই সমাধানে গিন্নী বিস্ফোরিত, আমি নাকি টাকা বাঁচাতে এমন করছি। তার ও সমাধান দিয়ে এলাম, ক্রেডিট কার্ডটা তার হাতে ধরিয়ে দিয়ে পিনকোড লিখে দিয়ে এলাম। বুঝতে পারছি আজ আমার পকেট নয়, একাউন্টই ফাকা হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।