আমাদের কথা খুঁজে নিন

   

আমিও এখন ১০ হাজারী ক্লাবে

নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। বেশীর ভাগ ছবি ব্লগ। আরেকজনের ব্লগ থেইকা কপি-পেস্ট করি,ট্রান্সলেট করি।

আল্লাহর অশেষ রহমতে আমার সামু ব্লগের হিট সংখ্যা ১০,০০০ পার করেছে। যদিও ১০,০০০ তেমন বড় কোন সংখ্যা না , যেখানে লক্ষাধিক ক্লাবেরই অনেক মেম্বার আছে।

এমন কি ৬লক্ষ ছাড়িয়েছে এমন একজন ব্লগারকেও দেখেছেি এখানে। সেখানে আমার ১০,০০০ তো কিছুই না। তারপরও এই ১০,০০০ এর মধ্যা অর্ধেক তো আমার ক্লিক থেকেই এসেছে । আজ থেকে প্রায় ১০ মাস আগে যখন এই ব্লগে আইডি খুলি তার ৫,৬ মাস পর প্রথম পোষ্ট দেই । তার মানে ৪মাসে আমি এই মাইলফলক ( ! ) অর্জন করলাম ( যা অনেকের কাছে কিছুই না ) ।

তবে যেই কারনে এই ব্লগে লিখা শুরু করেছিলাম। পরে সেই কারন থেকে সরে এসেছি। আমার এখানে লিখার উদ্দেশ্য ছিলো ৩টা। ১. নিজের ধ্যান-ধারনা ,নীতি আদর্শ প্রচার করা। ২. এই ব্লগে কিছু ব্লগারের কিছু প্রশ্নের উত্তর দেওয়া ও তাদের ভুল ধারনা ভেন্গে দেওয়া।

৩. অন্যান্য ব্লগ থেকে এই ব্লগের সদেস্য বেশী হওয়ায়। কিন্তু পরে আমি আমার এই অবস্হান থেকে অনেকটা অভিমান করে বেরিয়ে আসি। আমার মতে একটি ব্লগের উদ্দেশ্য হওয়া উচিৎ ভাষা চর্চায় অবদান রাখা,মুক্ত -অবাধ চিন্তা প্রকাশের জায়গা এবং শিক্ষনীয় অনেক কিছু জানতে সাহায্য করা। কিন্তু কিছু ব্লগার সবসময় রাজনৈতিক ও ধর্মীয় জিনিসের মত স্পর্শকাতর বিষয় নিয়ে যেভাবে মারামারি তে লিপ্ত থাকে তা দেখতে খুবই বিরক্তিকর। স্বাধীনতা বিরোধী , স্বাধীনতা পক্ষ নামধারী ব্লগার দের লজ্জাজনক মারামারি দেখে আমি শুধুই হতাশ হই।

আস্তিক-নাস্তিক ? তারা তো মনে হয় ব্যবসায়ি গ্রুপ। নিজেদের পণ্যর মার্কেটিং করতে কথা বলছে। এছাড়াও কিছু ব্লগার তো রয়েছেই যাদের উদ্দেশ্য হল গঠনমুলক সমলোচনা করতে না পেরে স্লাং ব্যাবহার করা । (উল্লেক্ষ্য যে আমি শুধু সামু তেই ব্লগ লিখি ,এই সুযোগে অন্য ব্লগের প্রচার করছি না। ) তারপরও মত প্রকাশের জন্য প্লাটফর্ম করে দেবার জন্য সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।