আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল থেকে সর্বোচ্চ স্পীডে রিজিউম সুবিধা সহ ডাউনলোড করুন + টরেন্ট থেকে ডিরেক্ট ডাউনলোড

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই।

বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে ফ্রী ইউজার হিসেবে ডাউনলোডের কষ্ট সহ্য করাটাও আরেকটা বিরাট কষ্টের ব্যাপার। ওয়েটিং টাইম এর বিরক্তি বাদ দিলেও সর্বোচ্চ স্পীডে ডাউনলোড আর রিজিউম সুবিধা না থাকার দুঃখে দুখীর সংখ্যাও কম না।

দুঃখ আরও বাড়ে যখন টরেন্ট দিয়ে ৭০০মেগার একটা ফাইল ডাউনলোড করতে ১০০ মেগা আপলোড করা লাগে । ডাউনলোড নিয়ে এইসব দীর্ঘশ্বাস দূর করতেই এই পোস্ট। এইবার আসল কথায় আসি। মূল আলোচনার শুরুতে লিচিং নিয়ে ধারনা থাকলে পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন। পার্ট ১- লিচিং জিনিষটা কি,কেন, কিভাবে?(জানার জন্য, না পড়লেও চলবে, চাইলে পার্ট-২ তে জাম্প দেন) >> লিংক জেনারেটর বা লিচিং সাইট কি? - এই সাইটগুলো র‌্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইলের মত বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে আপনাকে প্রিমিয়াম ইউজারের মত ডাউনলোডের সু্যোগ করে দেবে ফ্রি ফ্রি।

ডাউনলোডের সময় ম্যাক্সিমাম স্পিডের সাথে সাথে রিজিউম সুবিধাও দিচ্ছে কয়েকটা সাইট। >> কেন লিংক জেনারেটর সাইট? - আমাদের দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের স্ট্যাটিক আইপি সরবরাহ করা হয় বলে ফ্রি ইউজার হিসেবেও ডাউনলোড করা যায় না। অনেকের পক্ষেই প্রিমিয়াম একাউন্ট কিনে ব্যবহার করা সম্ভব না। তারচেয়ে বড় কথা- ফ্রি ফ্রি পাইলে টাকা দিমু ক্যান?! >> কাজটি কিভাবে করা হয়? - লিংক জেনারেটিং হ্যাকিং এর মত জটিল, ইল্লিগাল কোন ব্যাপার না। বরং পুরো ব্যাপারটাই খুবই সহজ ও লিগাল।

লিংক জেনারেটর সাইট মালিকরা টাকা দিয়ে র‌্যাপিডশেয়ার একাউন্ট কিনে নেন এবং আপনার কাংখিত ফাইলটি নিজেদের সার্ভারে আপলোড করে নেন। (ধইরা নেন তাদের হার্ডডিস্ককে)। তারপর আপনাকে ডাউনলোডের সুযোগ করে দেন। >> সাইট মালিকদের লাভটা কি? উনারা কি দাতা হাতেমতাই? - না,উনারা দাতা হাতেমতাই নন। এইসব সাইটে গেলেই দেখবেন সাইটের ডান-বাম-উপর-নিচে বিভিন্ন ইমেজ ও গুগল টেক্সট অ্যাডের ছড়াছড়ি।

এই অ্যাডগুলোই উনাদের আয়ের প্রধান ক্ষেত্র। >> সাইট পাব কই? - গুগলে সার্চ দিলেই পাওয়া যাবে এরকম অনেক সাইট। তবে সমস্যা হচ্ছে এইসবের ৯৯ভাগই কাজ করেনা। অনেক সময় দেখবেন আজকে একটা সাইট খুব ভালো কাজ করছে, আবার কালকেই সাইট ডাউন। এইবার পার্ট ২- কিভাবে কি করতে হবে আপনার পছন্দমত নিচের চারটা সাইট ব্যবহার করে ফ্রী ইউজার হিসেবেই প্রিমিয়াম ইউজারের সমস্ত সুবিধাগুলো ভোগ করতে পারবেন।

সাইটগুলোর চেহারাতেও অনেক মিল (খালাত ভাই মনে হয়)। রেজিস্ট্রেশন প্রসেসও একই। রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে লিখেছি এই পোস্টে । এবার আসুন আলাদা আলাদা করে মূল ফিচারগুলো দেখি- সিক্সওয়াইবিএইচ-আপলোড ডট কম - আমার দেখা এই বিষয়ে সবচাইতে স্ট্যাবল সাইট। সাপোর্টেড সাইটস সংখ্যা সবচেয়ে বেশী এবং টরেন্ট লিচিং সার্ভারটিও স্পীডি।

লিচ করার ডেইলি লিমিট- দিনে ৫০০ মেগাবাইট সাপোর্টেড সাইটস- Rapidshare.com, Fileserve.com, Filesonic.com, Hotfile.com, Megaupload.com, 2shared.com, 4shared.com, Depositfiles.com, Easy-share.com, Filefactory.com, Netload.in এন্টারআপলোড ডট কম - ভালো দিক হল ৫টা ফাইলের লিঙ্ক একসাথে দিয়ে ব্যাচ লিচ করাতে পারবেন । খারাপ দিক মাঝে মাঝে সার্ভার ডাউন থাকে ও ডাউনলোড রিজিউম নিয়ে সমস্যা করে। লিচ করার ডেইলি লিমিট- দিনে 1000 MB সাপোর্টেড সাইটস- 2shared.com, Depositfiles.com, Filefactory.com, Megaupload.com, Netload.in, Rapidshare.com রভিশেয়ার ডট কম - এইটা মূলত ব্যবহার করি টরেন্ট লিচ করানোর জন্য। ভাল দিক হল একইসাথে ২টা টরেন্ট লিচ করানো যায়। লিচ করার ডেইলি লিমিট- দিনে ১-২টা ফাইল সাপোর্টেড সাইটস- Rapidshare.com, Megaupload.com টরেন্ট লিচ সুবিধা- আছে।

মিডআপলোড ডট কম - ভালো দিক হল সর্বোচ্চ ৪০টা ফাইলের লিঙ্ক একসাথে দিয়ে ব্যাচ লিচ করাতে পারবেন। লিচ করার ডেইলি লিমিট- দিনে 1024 MB সাপোর্টেড সাইটস- 2shared.com টরেন্ট লিচ সুবিধা- নেই বিশেষ দ্রষ্টব্যঃ আমি টেকি জ্ঞান তেমন উঁচু পর্যায়ের না, লেখার হাতও খুবই খারাপ । চেষ্টা করেছি যতটা পারি সহজভাবে লিখতে। কারও কোথাও বুঝতে কোন সমস্যা হলে বা কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় বলে যান, জবাব দেয়ার যথাসাধ্য চেষ্টা করব। হ্যাপি ডাউনলোডিং!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।