আমাদের কথা খুঁজে নিন

   

বেনাপোল সীমান্তে ১ বাংলাদেশিকে কুপিয়ে জখম ও ২ জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ



যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও দুজনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে বেনাপোলের পুটখালি সীমান্তে এ অপহরণ ও কোপানোর ঘটনা ঘটে। বিডিআর এ ঘটনার সত্যতা স্বীকার করেনি। তবে নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সত্যতা স্বীকার করেন বেনাপোলের একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি। পুটখালি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রবিউল আলম সরদার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বাংলাদেশি একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার চেষ্টা করেন। এ সময় পুটখালি বিডিআর ক্যাম্পের বিপরীতে ভারতের আংরাইল বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা হাবিব নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায় এবং তার সঙ্গে থাকা ২ যুবককে ধরে নিয়ে যায়। পরে আহত হাবিব সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে এলে এলে পরিবারের সদস্যরা তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি বেনাপোলের পুটখালি গ্রামের আবুল মোড়লের ছেলে। তবে ধরে নিয়ে যাওয়া যুবকদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.