আমাদের কথা খুঁজে নিন

   

মোবারককে মুক্তির নির্দেশ আদালতের

মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারাককে ‍মুক্তির আদেশ দিয়েছে মিশরের একটি আদালত। দুর্নীতির একটি মামলায় তাকে মুক্তির এই আদেশ দেয়া হয়েছে। এর ফলে সাবেক এই স্বৈরশাসকের মুক্তি পেতে কোনো বাধা থাকছে না।  আজ বিবিসি এই খবর জানায়। তবে বিবিসি জানিয়েছে, ঠিক কবে বা কত তারিখে মোবারক মুক্তি পাবেন সেই বিষয়ে কিছু জানায়নি আদালত।হোসনি মুবারকের বিরুদ্ধে অপর একটি মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১১ সালে যে গণবিক্ষোভ হয়েছিল তাহরির স্কয়ারে তাতে মুবারকের নির্দেশেই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।২০১২ সালে ৮৫ বছর বয়স্ক এই স্বৈরশাসককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আতদালত।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।