আমাদের কথা খুঁজে নিন

   

মোবারককে সহনশীল হওয়ার পরামর্শ সুরঞ্জিতের

শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির উদ্দেশে এই কমিশনারের সাম্প্রতিক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তার সমালোচনাও করেন দলের এই জ্যেষ্ঠ নেতা।
সুরঞ্জিত বলেন, “নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতন্ত্রের অস্তিত্ব এই প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত। নির্বাচন কমিশনারের পদ তাই অত্যন্ত সম্মানজনক একটি পদ।
“এই কমিশন প্রধান হিসেবে নির্বাচন কমিশনারকে সহনশীল হতে হবে।

আমরা তার কাছ থেকে এই ধরনের উক্তি আশা করি না। সমালোচনার জবাবে এতো তীব্র তীর্যক প্রতিক্রিয়া না জানালেও চলে। ”
কাজী রকিব উদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন অথর্ব বলার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বলে আসছেন, তারা ‘আজ্ঞাবহ’ হয়ে কাজ করছেন।
বিএনপির ক্রমাগত সমালোচনার মুখে রোববার নির্বাচন কমিশনার মোবারক সাংবাদিকদের প্রশ্নে বলেন,“উনার দল তো আমাদের আন্ডারে ইলেকশন করছেন তো এখন। নাকি করেননি?”
এই নির্বাচন কমিশনের অধীনে দশম সংসদ নির্বাচন বর্জনের পর উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “নাকে খত দিতেছেন তো।

আর কী কথা। ”
কমিশনারের এই উক্তি বিভিন্ন মহলে ব্যাপক সমালোচিত হয়।

ফাইল ছবি


ফাইল ছবি
কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি ওই আলোচনা সভায় নির্বাচন কমিশনারের অনুপস্থিতির বিষয়টিকেও সমালোচনা করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, “এই সময়ে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতি প্রয়োজন ছিল। তার এই দীর্ঘদিনের ছুটির কোনো যুক্তিসঙ্গত জবাব খুঁজে পাওয়া যাচ্ছে না।

এটাকে ডিফেন্ড করা কঠিন। ”
উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের জবাবে আওয়ামী লীগের এই জৈষ্ঠ্য নেতা বলেন, “উপজেলা নির্বাচন নিয়ে নানা কথা হয়েছে। আপনারা যদি মনে করেন খারাপ কিছু হয়েছে তাহলে (নির্বাচন) প্রত্যাখ্যান করুন; তা তো করছেন না। ”
নির্বাচনে ‘কিছুটা’ সরকারি হস্তক্ষেপের কথাও স্বীকার করে সুরঞ্জিত বলেন, “নির্বাচনে সরকারি হস্তক্ষেপ যে একেবারেই হয়নি তা বলব না। কিন্তু দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি যে পরিমাণ জয় পেয়েছে তা নজিরবিহীন।


“আমি আশা করব, এই নির্বাচনের পরে বিএনপি তার অবস্থান থেকে সরে আসবে এবং বলবে দলীয় সরকারের অধীনেও অবাধ নির্বাচন সম্ভব। ”
সংশোধিত দুদক আইনে সৃষ্ট জটিলতার প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করে সংসদের আইন বিচার ও সংবিধান বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, “আইনটি সংশোধন করার আগে আরো বিবেচনা করা উচিত ছিল। আমার ধারণা, আইন সংশোধনে যারা যু্ক্ত ছিলেন তাদের মনযোগের ঘাটতি ছিল।
“আগামী ১০ তারিখ পার্লামেন্টের সেশন শেষ হবে। আমি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, যেন ১০ তারিখের মধ্যে আইন পরিবর্তন কিংবা অর্ডন্যান্স প্রণয়ন করা হয়।


সম্প্রতি দুদক আইন (সংশোধিত ২০১৩) এর আওতায় ৪২০, ৪০১ সহ সব ধরনের আর্থিক প্রতারণা ও জালিয়াতিসংশ্লিষ্ট অপরাধগুলো দুদকের তফসিলভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি চিত্তরঞ্জন দাস, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফয়জুদ্দিন মিয়া ও বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।