আমাদের কথা খুঁজে নিন

   

গুগলের নতুন সুবিধা !! Skype এর দিন কি শেষ ??



অবশেষে , গুগল অনলাইলে কল করার সুবিধা নিয়ে এল !! আজকে সকালে জিমেইলে লগইন করেই দেখি নোটিফিকেশন আমার এইখান থেকে (অষ্ট্রেলিয়া) আমেরিকা এবং কানাডা কল ফ্রী !!! ইয়াআআআআহুহুহুহুহুহুহু... সাথে সাথেই আমেরিকায় এক বন্ধুর নাম্বারে কল করলাম - বাহ ... একদন স্পষ্ট লাইন মনে হল নরমাল ল্যান্ডলাইন থেকেই কথা বলছি এছাড়াও, বাংলাদেশে কল করা যায় দেখলাম ১০ সেন্ট করে মোবাইল / ল্যান্ড লাইনে । এটাও ট্রাই করে দেখব পরে আর, আমার একাউন্টে দেখি অটো ১০ সেন্ট !! তার মানে গুগল মামু ১ মিনিটের জন্য ফ্রী কল করে টেষ্ট করার চাঞ্জ দিছে :/ এখন মনে হচ্ছে SKYPE ধরা খেয়ে যাবে । কারন, গুগলের সার্ভিস মানেই ভালো সার্ভিস । Skype ও ভালো সার্ভিস-ই দেয় কিন্তু তার পরেও গুগল বলে কথা!! বেটারা যেখানেই যায় পুরা রাজত্ত নিজেদের করে নেয় !! এতো দিন SKYPE একাই রাজত্ত করত, এখন গুগল আসার কারনে আশা করি আমাদের সুবিধা হবে ... ২ জন মিলে কম্পিটিশনে নাম্বে আর কল রেইট কমাবে ... গুগলের ইন্টারন্যাশনাল কল রেইট দেখুন - https://www.google.com/voice/rates ধন্যবাদ গুগল মামা - ধন্যবাদ আপনাকে কষ্ট করে পড়ার জন্য । বিঃদ্রঃ লেখাটি প্রথম প্রকাশিত - এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।