আমাদের কথা খুঁজে নিন

   

জুয়েল ফিস


Hemichromis bimaculatus সিসিলিড পরিবারের সবচেয়ে সুন্দর আর সমরপ্রিয় মাছগুলোর একটি জুয়েল ফিস। এদের গায়ের উজ্জ্বল বর্ণিল কারুকাজ যে কাউকে সহজেই মুগ্ধ করে। প্রজননের সময় এদের গায়ের রঙের ঔজ্জ্বল্য আরো বেড়ে যায়। মাছগুলো সাধারনত পশ্চিম ও উত্তর আফ্রিকা্র নদী বিশেষ করে নাইল(Nile), নাইজার(Niger) এবং কঙ্গ(Congo) নদীতে দেখতে পাওয়া যায়। পশ্চিম আফ্রিকায় খাঁড়ি, জলপ্রপাত, লেক, নদী এমনকি সমুদ্র তীরবর্তী লোনা পানির লেগুনেও এদের দেখা মেলে।

জুয়েল ফিসের বৈজ্ঞানিক নাম Hemichromis sp এবং বানিজ্যিক নাম জুয়েল সিসিলিড(Jewel cichlids)। এদের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য H. bimaculatus, H. angolensis, H. cerasogaster, H. cristatus, H. elongates, H. exsul ইত্যাদী। জুয়েল ফিস প্রকৃতিতে প্রজাতিভেদে ৮-৩০ সেমি. বা ৩-১২ ইঞ্চি হয়। কিন্তু এ্যাকুরিয়ামে এদের আকৃতি কিছুটা কম হয়। আকৃতিতে H. bimaculatus সাধারনত ২০ সেমি. এবং এ্যাকুরিয়ামে ১৫ সেমি. হয়।

পুরুষ মাছগুলো সাধারনত মেয়ে মাছগুলোর চেয়ে বেশি উজ্জ্বল রঙের হয়। তবে H. cristatus এর ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, মেয়ে মাছগুলো দেখতে পুরুষ মাছের মতই উজ্জ্বল। H. cristatus অন্যান্য সিসিলিড মাছের মত জুয়েল ফিসও এদের বাচ্চাদের খুব যত্ন নিয়ে থাকে। মজার ব্যপার হচ্ছে, এই মাছগুলো সারা জীবনের জন্য সাধারনত একজন সঙ্গী বেছে নেয়। মা মাছ সাধারনত সমতল পৃষ্ঠ বিশেষ করে পাতা বা পাথরের উপর ডিম পাড়ে।

ডিমগুলোকে মা মাছ ও পুরুষ মাছ উভয়েই পাহারা দেন এবং ডিম ফুটে বাচ্চা বের হওয়া ও বড় হওয়া পর্যন্ত এই পাহারা চলতে থাকে। জুয়েল ফিসের শ্রেনীবিন্যাসঃ Kingdom: Animalia Phylum: Chordata Class: Actinopterygii Order: Perciformes Family: Cichlidae Subfamily: Pseudocrenilabrinae Genus: Hemichromis তথ্য ও ছবি সুত্রঃ ইন্টারনেট
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।