আমাদের কথা খুঁজে নিন

   

যারা সাভারের জন্য অর্থনৈতিক ভাবে কিছু করার জন্য মনস্থ করেছেন, কিন্তু এখনও টাকাটা খরচ করেননি, তাদের জন্য এই পোস্ট

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক যারা সাভারের জন্য অর্থনৈতিক ভাবে কিছু করার জন্য মনস্থ করেছেন, কিন্তু এখনও টাকাটা খরচ করেননি, তাদের জন্য এই পোস্ট: এই মুহূর্তে - উদ্ধার, চিকিৎসা, লাশ পৌঁছানোর মোটামুটি ব্যবস্থা হয়েছে। তাই এসব খাতে সাহায্যের খুব একটা প্রয়োজন নেই। বরং প্রাথমিক চিকিৎসা শেষ হবার পরে, বিভিন্ন ধরনের প্রয়োজন বাড়বে। সে সময় সেগুলোর খরচ চালানো এবং ওদের পাশে থাকা বেশি দরকার। যারা গুরুতর আহত হয়েছেন তাদের দীর্ঘ মেয়াদে চিকিৎসার বিষয় আছে।

তারা যতদিন চাকরি না পাচ্ছে, তাদের ঘর চালাবার বিষয়ও আছে। এসব কাজে তাদের পাশে থাকা, এখনকার সহযোগিতার মতই জরুরী। সময় যত যাবে - ক্রমশ সাহায্য করা লোকের সংখ্যা কমে আসবে। সংগঠিত সাহায্য করার খাতও কমে যাবে। তাই সেসময় আপনার সাহায্য সবচেয়ে বেশি কাজে লাগতে পারে।

আপনি যদি সাহায্য করতে চান, তবে: প্রথমে - আপনার এলাকার খোঁজ নেন। আপনার এলাকার কেউ এই দুর্ঘটনায় পড়েছে কি না। সেরকম কেউ থাকলে, সরাসরি তাকে সাহায্যটা করুন। সাহায্যের পাশাপাশি তার খোঁজ খবর রাখাটা একই ভাবে জরুরী। যদি সরাসরি না করতে চান তবে: এ ধরনের প্রোগ্রাম যাদের থাকবে, তাদের কাছে টাকাটা পৌঁছে দিতে পারেন।

আমার জানা মতে - গণজাগরণ মঞ্চ, প্রথম আলো ট্রাস্ট এ ধরনের উদ্যোগ নিচ্ছে কথা ভাবছে। আর কোন নির্ভরযোগ্য উদ্যোগ চোখে পড়লে পরবর্তীতে জানিয়ে দেব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।