আমাদের কথা খুঁজে নিন

   

"মক্কা ঘড়ি" পৃথিবীর সর্ব্বৃহত্ত্বর ঘড়ি। চালু হয়েছে রমজানের ১ তারিখ থেকে।


অখ্যাত এক স্থান গ্রনিচ মান অনুযায়ী আগে বিশ্বের সময় হিসাব করা হতো। কিন্তু বিশ্বের নাভী হিসেবে স্বীকৃত পবিত্র নগরী মক্কার সময় অনুযায়ী সারা বিশ্ববাসীর সময় হিসেব করা ছিল যৌক্তিক। সেই যৌকিতা বিবেচনা করা এবার কাবা ঘরের কোল ঘেষে তৈরি করা হল বিশ্বের শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় ‍"মক্কা ঘড়ি"। সৌদি আরবে মক্কা নগরীর এক গগণচুম্বী অট্টালিকায় পবিত্র রমজান মাসের শুরুতেই বিশালাকৃতির ঘড়ি 'মক্কা ক্লক' চালু হয়েছে। রিয়াদের ভাষ্য অনুযায়ী, মক্কা ক্লক বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি।

চার দিক মুখ করে থাকা এ ঘড়ির ডায়ালের ব্যাস ৪৩ মিটার। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ৬০১ মিটার উচ্চতাবিশিষ্ট গগণচুম্বী অট্টালিকা এবং সর্ববৃহৎ হোটেলের ৪০০ মিটার উচ্চতায় ঘড়িটি বসানো হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল-সৌদের নির্দেশে ঘড়িটি রমজান মাসের প্রথম দিন সকাল ১২ টা থেকে চলতে শুরু করেছে। ঘড়িটির চারপাশ ৯ কোটিরও বেশি রঙিন কাঁচের টুকরোর মোজাইক দিকে সুসজ্জিত করা হয়েছে। চতুর্মূখী এ ঘড়ির প্রত্যেক পাশেই বড় অক্ষরে 'আল্লাহ' শব্দটি খোদাই করা আছে।

মক্কার সব জায়গা থেকেই ঘড়িটি দেখা যায়। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে ঘড়িটি নির্মাণে ৩শ কোটি ডলার ব্যয় হয়েছে।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.