আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ের কান্নার ১ বছর পূর্তি

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

আইজ আমার ব্লগিং জীবনের ১ বছর পূর্তি হইলো। আজ থিকা ১ বছর আগেই এক বন্ধুর সুবাদে সামুর ঠিকানা পাই। এবং যেদিন পাই সেদিনই ঢুইক্কা প্রথম খুজি কোন জায়গায় রেজিস্ট্রেশন বাটন। কোন কিছু না বুইঝাই ঐ জায়গায় ক্লিক মারি।

কিন্তু প্রথম দিন নিক খুলতে পারিনাই। কারণ কি নামে খুলুম নাম খুঁইজা পাইতাছিলাম না। আবার তিন চারদিন পর ঢুইকাই করলাম রেজিস্ট্রেশন। যেই দোস্ত আমারে ঠিকানা দেয় হেয় আবার আমারে সাবধান কইরা দেয় এই বইলা, খবরদার উলটা পালটা কিছু পোস্ট করিস না তাইলে কিলাম পঁচানী খাবি। মাথায় রখলাম বেপারটা।

অফিস থিকা বাসায় আইসাই পুরাণ ডায়রি ঘাইটা দিলাম একখান কোবতে পোস্ট। দিয়াই ফার্স্ট পেজে খুঁজি, কিন্তু আমারটা নাই। মেজাজ গেলো খ্রাপ হয়া। দিলাম দোস্তেরে ফোন। কিরে আমি একখান পোস্ট দিছি ফার্স্ট পেজে নাই ক্যা? পরে হেয় ঘটনা বুঝাইলো।

কইলো পোস্ট করতে থাক এখন তুই ওয়াচে আছোস। ফ্রন্ট পেজে এক্সেস পাসনাই। পাইলে আইবো। খাড়া আমি কমেন্ট কইরা দেই। একটু পরে দেহি হেয় একখান কমেন্ট করছে।

দারুন হইছে চালায়া যা। কিন্তু দিছে মাইনাস। লেখাটি ০ জনের ভাল লেগেছে ১ জনের ভাল লাগেনি। মেজাজ গেলো চরম খ্রাপ হয়া। দিলাম হালারে ফোন।

ঐ হালারপো মাইনাস দিসোস ক্যা? কয় দোস প্লাস দিতে গিয়া মাইনাসে চাপ পইড়া গেছে। তখন অবশ্য মাইনাসে চাপ পরলে কোন ওয়ার্নিং মেসেজ আসতো না। দুস্কের চোটে ঐ পোস্ট দিলাম ডিলিট কইরা। কিন্তু আমার পোস্ট খালি আমিই পড়ি। আর কেউ পড়েনা।

কিছুদিন পর ঢুইকা দেখি কয়েকটা পোস্টে কমেন্ট করা। সবাক আর সাদা কালো ও ধূসর আপু। কিছুটা আগ্রহ পাই তখন। তার মধ্যে ধূসর আপু প্রায় আমার ব্লগে ঘুরে যেতেন। কমেন্ট করতেন।

এখন আর আসেননা। আসবেনই বা কেন? এখন আমার লেখার যা ছিরি হইছে। তারপর আস্তে আস্তে অন্যের পোস্ট পড়া শুরু কর্লাম। (অর্থাৎ সবাই আগে পাঠক পরে ব্লগার। আর আমার ক্ষেত্রে ব্যপারটা উলটা।

) পোস্ট পড়ি কিন্তু কমেন্ট করার অনুমতিনাই। কিছুদিন পর কমেণ্টের অনুমতি পাইলাম। কিন্তু ঐ যে পঁচানী খাবি এই ভয়ে কমেন্ট করারও সাহস পাইনা। তারপস আস্তে আস্তে সাহস সঞ্চয় কইরা আইজ আমার এক বছর পূর্তি। আমি এখন ফুলপ্যান্ট পরা ব্লগার।

ধন্যবাদ সায়ম মুন কে। সায়েম ভাই এর শুভেচ্ছা পায়াই দেখি আমার বয়স ১ পূর্ন হইছে। ধন্যবাদ সব ব্লগার বন্ধুদের যারা নিয়মিত আমার অপাঠ্য, অখাদ্য ছড়া গুলা হজম করেন। মজার মজার কমেন্ট করেন। এইবার আমারে সবাই মিষ্টি খাওয়াইয়া যান


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।