আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ের ভালোবাসা

এখনো অনেকটা পথবাকি

কানপেতে শুনি আমি পাহাড়ের গোপন কথা জানতে পারলাম আমার মত তারও যে আছে অনেক ব্যথা। অনেক কষ্টে আর অভিমানে পাহাড় বলল আমার কানেকানে ‘একদিন আকাশ তার ভালোবাসার বৃষ্টি ঝরালো তারপর ভালোবেসে আকাশকে পাবার আশায় একদিন মাথা তুলে দারিয়ে ছিলাম তারপর কেটে গেছে বহুকাল ভুলে গেছি কখন কোথায় কার কাছে কতটুকুই বা পেলাম’। আজন্ম অবহেলায় ... আমার বুকে আজ জন্মেছে কত বিষাক্ত আগাছা নিরব নিথর হয়ে আর কত এভাবে যায় কি বাঁচা? একদা কোমল এই হৃদয় আজ কঠিন পাথরে অবনত হৃদয়ের স্বপ্ন যত অভিরাম করে যায় ক্ষত ভালোবাসা অশ্রু হয়ে ঝরে ঝর্না ধারার মত। তারপর আরও কত রাত্রি দিন মাস বছর হয়ে যায় গত নীল আকাশ আসেনা ফিরে চলে যায় তাঁরাদের সাথে দূর থেকে আরও দূরে বোকা পাহাড়ের ভালোবাসা কেড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।