আমাদের কথা খুঁজে নিন

   

আমি যেদিন হারিয়ে গিয়েছিলাম।

আমার ব্লগে তোমাদেরকে স্বাগতম!!! ব্লগ পড়া নিষেধ....

আমি তখন ক্লাশ টু তে পড়ি। আর আমরা থাকতাম সিলেটে। আমি আর আমার বন্ধু আরিফ এবং ওর আপু, রীমা আপু সবাই মিলে সব সময় একসাথে স্কুলে যেতাম আর স্কুল শেষে একই সাথে আবার বাড়ি ফিরে আসতাম। ঐ দিন শুধু আমি আর আরিফ গিয়েছিলাম স্কুলে। আপু আমাদের সাথে সেদিন আর ছিলেন না।

ছুটির পর আমি আরিফকে না পেয়ে মিল্লাত নামের অন্য এক বন্ধুর সাথে হাটতে লাগলাম। তখন আমি আর আমাদের বাসা পর্যন্ত আসতে পারিনি। বাসা হারিয়ে ফেলেছি। খুজতে খুজতে আমি যখন হয়রান, তখন আমি বুঝতে পারছিলাম না যে কি করব। এদিকে ভয়ে আমার গা ঝিম ঝিম করছিল।

সেসময় মিল্লাত আমাকে জোড় করে নিয়ে গেল তাদের বাসায়। দুপুরে ওর মা আর ওর বড় ভাই, আপু ওরা সবাই মিলে আমাকে জোড় করে এক প্ল্যাট ভাত খাওয়ানোর চেষ্টা করল। কিন্তু আমি কিছুই খেতে পারছিলামনা। আর ঐ দিক দিয়ে আমার আম্মু আর আমার ছোট ফুপ্পি আমাকে খুজে না পেয়ে একেবারেই অস্থির। আর আব্বু তখনও এর কিছুই জানেন না।

কারন আব্বু সেদিনই অফিসের কাজে ঢাকায় আসছিলেন। আর আমার ভাইয়ারা আমাকে খোজাখুজি করে কোথাও পাচ্ছিল না, ফুপ্পি অনেক জায়গায় খোজ নিয়ে বাসায় ফিরেন আর আমাকে না পেয়ে আবার কাঁদতে কাঁদতে বেড়িয়ে পড়েন। আর এদিকে আমি খাওয় দাওয়ার পর পরই আন্টিকে ও আপুদেরকে কিছু না বলেই মিল্লাতের সাথে বেড়িয় পরেছি। আর আমাদের বাসাটা খুজে বেড়াচ্ছি। তখন ঘন্টাখানেক খুজাখুজির পরে আমি কোন মতে আমাদের পাড়ার গলি পর্যন্ত আসতে পারলাম।

আর যেই, গলিতে ঢুকতে যাচ্ছিলাম, অমনিতেই আমাদের বাসার পাশের এক দোকানদার আমাকে দেখে দৌড়ে এলেন আমার কাছে। আর আমাকে জিজ্ঞেস করেলন তিনি, "বাবু তুমি কোথায় গিয়েছিলে? তোমার আম্মু তো তোমাকে পাগল হয়ে খুজতে খুজতে শেষ হয়ে যাচ্ছেন। " আমি বললাম, "আঙ্কেল, কোথায় আমার আম্মু?" আমি সাথে সাথে শুনতে পেলাম আমার পেছন থেকে চিৎকার করে কেঁদে কেঁদে আম্মু আর আমার ছোট ফুপ্পি দৌড়ে এলেন আমার কাছে, আমাকে পাওয়া গেছে শুনে। আর তখন আমাকে খুজতে তারা গিয়েছিলেন আরিফের বাসায়। সেদিন আমার মা আমাকে জড়িয়ে ধরে তখন যেভাবে কেঁদেছিলেন, হায়রে কি কান্না! আমি কোন দিনও সেই স্মৃতি ভুলতে পারবোনা।

সেদিন আমার আম্মু আমার খোজে না হলেও দশবারের মত গিয়েছিলেন আরিফদের বাসায়। আর আমাকে পাওয়া যাচ্ছিলনা বলে আমাদের পাড়ার মুরব্বি যারা ছিলেন তার মাইকে এনাউন্স করতে যাচ্ছিলেন শুধু, আর ঠিক সেই মুহূর্তেই আমি ফিরে আসলাম। আর এমনি করে আমি আমার মায়ের বুকে ফিরে এলাম। এই দিনটিকে আমি কোন দিনও ভুলবোনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।