আমাদের কথা খুঁজে নিন

   

আগামী ২৪ ও ২৫ আগষ্ট ঢাকায় “ক্ষুদ্রঋণ ও উন্নয়ন” শীর্ষক জাতীয় সন্মেলন



ইন্সটিটিউট অব মাইক্রোফাইন্যান্স (আইএনএম) এর উদ্যোগে আগামী ২৪ ও ২৫আগষ্ট ২০১৩ ঢাকার আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ক্ষুদ্রঋণ ও উন্নয়ন” বিষয়ক জাতীয় সন্মেলন। গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান ব্যবস্থাপনায় অনন্য প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব মাইক্রোফাইন্যান্স (আইএনএম) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুদ্রঋণ, দারিদ্র ও উন্নয়ন বিষয়ক গবেষণা, প্রশিক্ষণ ও জ্ঞান ব্যবস্থাপনায় একটি উৎকর্ষ কেন্দ্র হিসাবে কাজ করে যাচ্ছে। আইএনএম কর্তৃক পরিচালিত মাঠ পর্যায়ের বিভিন্ন উল্লেখযোগ্য গবেষণার ফলাফল সবার মাঝে তুলে ধরার লক্ষ্যে দুই দিনব্যাপি এই সন্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সন্মেলনের মূল লক্ষ্য হচ্ছে, গবেষণায় প্রাপ্ত ফলাফল ছড়িয়ে দেয়ার মাধ্যমে জাতীয় পর্যায়ে নীতি- নির্ধারণমূলক আলোচনায় অবদান রাখা। আগামী ২৪আগষ্ট দুই দিনব্যাপি সন্মেলনের উদ্বোধন করবেন ইন্সটিটিউট অব মাইক্রোফাইন্যান্স (আইএনএম) এর চেয়ারম্যান খ্যাতিমান সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞ ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক প্রফেসর এম. এ. বাকী খলীলী। সন্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের পর নিয়মিত বিরতিতে আরো চারটি সেশন অনুষ্ঠিত হবে যেখানে বক্তব্য রাখবেন দেশ-বিদেশের প্রখ্যাত ক্ষুদ্রঋণ, অর্থনীতি ও উন্নয়ন বিশেষজ্ঞগণ। দু’দিন ব্যাপি এই সন্মেলনে থাকছে একটি প্যানেল সেশনসহ ছয়টি টেকনিক্যাল সেশন। সন্মেলনের বিভিন্ন সেশনে মূল বিষয় বস্তু হিসাবে তুলে ধরা হবে ১. বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির বিভিন্ন দিক, ২. ক্ষুদ্রঋণ ও দারিদ্র, ৩. ক্ষুদ্রঋণের ঝুঁকি, নাজুকতা ও ক্ষুদ্রবীমা, ৪. ক্ষুদ্রঋণ ও খাদ্য নিরাপত্তা, ৫. আর্থিক সুবিধার প্রাপ্যতা ও ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন, ৬. ক্ষুদ্রঋণের ওভারলেপিং ও ঝড়ে পড়া আচারণ এবং ৭. (প্যানেল সেশন) জলবায়ু পরিবর্তিনজনিত ঝুঁকি ও ক্ষুদ্রঋণ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। উল্লিখিত বিষয়ে প্রতিটি সেশনে আইএনএম এর নিজস্ব গবেষকগণ ও অতিথি গবেষকগণ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

এসব সেশনে প্যানেলভুক্ত বক্তা হিসাবে উপস্থিত থাকবেন স্বনামধন্য বিশেষজ্ঞ ও খ্যাতনামা পেশাজীবিগণ। সন্মেলনের দ্বিতীয় দিন সকালের সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিকালে সমাপনী সেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশে ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর মিস্ পলিন তামেসিস এবং জাইকা বাংলাদেশ এর চীফ রিপ্রেজেন্টেটিভ ড. টাকাও টোডা সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। “ক্ষুদ্রঋণ ও উন্নয়ন” বিষয়ক দু’দিনের এই জাতীয় সন্মেলনে দেশ-বিদেশের ২৫০ জনের অধিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান শিক্ষক, গবেষক, নীতি নির্ধারক, উন্নয়ন বিশেষজ্ঞ ও সেক্টর প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

ইন্সটিটিউট অব মাইক্রোফাইন্যান্স (আইএনএম) একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান, যেটি বৈশ্বিক ক্ষুদ্রঋণ ও দারিদ্র বিমোচন কর্মসূচি বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর উদ্যোগ এবং ব্যবস্থাপনায় ২০০৬ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। সোসাইটি রেজিষ্ট্রেশন এ্যাক্ট-১৮৬০ অনুসারে একটি স্বাধীন ও অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে আইএনএম নিবন্ধনত। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউকেএইড এবং ডিএফআইডি অর্থায়নে ‘প্রসপার’ কর্মসূচির একটি বাস্তবায়নকারী সংস্থা আইএনএম। দারিদ্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে শিক্ষা, গবেষণা ও জ্ঞান বিতরণে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আইএনএম।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।