আমাদের কথা খুঁজে নিন

   

দেশদ্রোহী গার্মেন্টস শ্রমিক বনাম দেশপ্রেমিকভাংচুর গার্মেন্টস শ্রমিকদের মামলা নিয়ে আমার ষ্ট্যাটাস, নুরুল হক সাহেবের কমেন্ট, অতঃপর.......

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

দেশদ্রোহী গার্মেন্টস শ্রমিক বনাম দেশপ্রেমিকভাংচুর গার্মেন্টস শ্রমিকদের মামলা নিয়ে আমার ষ্ট্যাটাস, নুরুল হক সাহেবের কমেন্ট, অতঃপর....... শরীফ এ. কাফী আমার ষ্ট্যাটাসঃ গার্মেন্টস সেক্টরে ত্রিপক্ষীয় চুক্তি হ'ল। গ্রেপ্তারকৃতদের ছাড়া হল না। এ্যাডঃ মন্টু ঘোষকে রিম্যান্ডে নিয়ে যা করা হয়েছে বলে শোনা যাচ্ছে তা কাম্য নয় । তার কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে তা দেশবাসীকে জানানো উচিৎ।

হাজার হাজার গার্মেন্টস শ্রমিকের নামে মামলাগুলো প্রত্যাহার হয়নি। গতকালও নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩৫ জনকে ছাটাই করা হয়েছে। রমযান শুরু হ'ল। এদের কি বৌ ছেলে মেয়ে নাই? না কি দেশেএসব দেখার কেউ নাই? নুরুল হক সাহেবের কমেন্টঃ NurulHoque Mr. Kafi amimalik pokkhoke somorthon kore kichu bolcina,karontara holo shosok.Rokto chusei era fule uthe ar ei fule utar moddheiader dhongsonihito.Ekhon Aponi jodi desher prodhan montri hoten ar evabe vangchur hotolagatar,ta hole prodhan... montri hoye aponi ki bebostha niten.Aponi hoyto bolbenSromikder mojuri bariye debo,kintu kheyal rakhte hobe aponar onek protijogidesh ace jara kom khorce poshk sorboraho kore aponar somogro poshak silpokeidhongso kore dibe.Tokhon aponi ki korben? Amora ki vangchurer raj niti thekeber hoye protibader onno vasha bebohar korte parina?je krarkhana sromiker onnojgay,sei kharkhna i jodi se jaliye dey,ta hole eta ki nijer paye kural maraholona! জবাবে আমার কমেন্ট: Sharif A.Kafi আপনি একজন বিজ্ঞ লোক হয়ে এসব কথা লিখলেন! ১. ব্যাবসা বিদেশে চলে যাবে, এটা একটা বাজে যুক্তি, সেটা আপনি সমর্থন করছেন? মূনাফার লোভে যে ইউরোপ আমেরিকা নিজের দেশে বেকারত্ব দ্বিতীয় বিশ্ব যুদ্ধেরপর রেকর্ড হারে বাড়িয়ে দক্ষিণের দেশে এসেছে (সস্তা শ্রমের লোভে), তারা বাংলাদেশ থেকে ভারত আর চীনে যাবে।

আপনি জানেন চীন এবং ভারতে গার্মেন্টস শ্রমিকদের ঘন্টা প্রতি মজুরী কত? কেন যে আপনারা গড্ডালিকা প্রবাহে ভাসেন, বঝিনা! ২. একবার আমেরিকাতে কোটা বন্ধের দোহাই দিয়ে মালিকরা ভর্তুকী/প্রনোদনা খাওয়া শুরু করেছে। লোভের কি আর শেষ আছে? ৩. ভাচুরে সরাসরি জড়িতদের বিরুদ্ধে মামলা করুণ। না করবো না। কিন্তু একটি মামলায় ৬০০০ আসামী, একটিতে ৬২০, আর একটিতে ৭০০ আসামী। এসব আইনশৃঙ্খলা রক্ষা, নাকি (স্থানীয়) দলীয় নেতা ও পুলিশকে যোগসাজসে মাল কামানোর সুয়োগ করে দেয়া? ৪. তার আগে বলেন, আওয়ামীলীগ, বিএনপি হরতালে ভাংচুর করেনি, এখনকরে না? ছাত্রলীগ, যুবলীগ সারা দেশে করছে না? তাতে সম্পদের ক্ষতি হচ্ছে না? ঐ সব ঘটনায় কয়টা মামলা করেছেন? না কি ঐ সব "দেশপ্রেমিক ভাংচুর"? ৫. মাষ্টার হলেই বেত মারা যায়না, গার্জিয়ান হলেই পেটানোর অধিকার জন্মায় না।

স্বামী হলেই বউকে মারা যায় না। দেশের প্রধানমন্ত্রী বলে যা খুশী তা করা যায় না। আমি কোন দিন দেশের প্রধানমন্ত্রী হব না। তারপরও যুক্তর খাতিরে বলছি, আমি প্রধানমন্ত্রী হলে আপনার প্রধানমন্ত্রী যা করছেন, তা করতাম না। আপনাদের মত লোকেরা সস্তা বাহবা দিয়ে তাকে ভুল করতে উৎসাহিত করছেন।

৬. শ্রমিক লীগ হরতাল সংগ্রাম ভাংচুর কোন দিন করে নি? না কি এবার তারা নিজেদের সরকার বলে নরম ভূমিকায় ভদ্রলোক হয়ে গেছে? আন্দোলন সংগ্রামে ট্রেড ইউনিয়নের নেতা কর্মীরা বুদ্ধি পরামর্শ করবে, পরিকল্পনা করবে, মিটিং সিটিং করবে, সেটাই নিয়ম। আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুব লীগ এসব করে না? ফেডারেশন এর মিটিং করার অপরাধে "ষড়যন্ত্র", "দেশদ্রোহিতা" আরও কত কি বানোয়াট কাহিনী সাজিয়ে ফালতু মামলা দিয়ে কেরিয়ার রাজনীতিবিদকে পুলিশ দিয়ে কুত্তা প্যারেড করাচ্ছেন! আপনাদের রুচি থাকা উচিৎ! তাদের দেশদ্রোহিতার যা (প্রমাণ) পেয়েছেন, তা প্রকাশ করছেন না কেন? ৭. সামনে পবিত্র রমযান, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা। গার্মেন্টস শ্রমিকরাও মানুষ। তাদের ভোটও অপনাদের দরকার, সেটা ভুলে যাচ্ছেন কেন? শুধু খন্দকার সাহেব আর লোটা সাহেব সব ভোট এন দেবেন? গাঁজায় টান দিয়ে সেটাই ভাবতে থাকেন। মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের সাপোর্ট দিলে আপনারা খুব খুশী হন, কিন্তু নিজেদের স্বার্থের প্রশ্নে মানবতাটুকুও ভুলে যান! এই কমেন্টটি আপনার কাছ থেকে আসবে, ভাবিনি।

নুরুল হক সাহেবের দ্বিতীয় কমেন্টঃ NurulHoque Mr. Kafi aponar prottekta boktobber i jobab amar kaceache.Ek somoyer bam andoloner ekjon kormi hisebe baam bischuti dekheci.Sromiknetader aposkamita dekheci.Nijera sofed poshak pore kivabe sadharon sromikderuskiye diye nijeder akher guch...ay tao dekheci.Bodoruddin umorer moto ghore boshe noyjibonke matir khub kach theke dekheci.Ami je kono dhoroner vang churerbirudde.Ami setai bolte ceyeci.Aponi bodh hoy kheyal korenni.Amader destagorib, er je kono khoti amar lage.Ei dhongser jonno deshtake swadin korinaiamora orthat edesher jonota. Je netara kebol jala moyee boktrita diye sromikderuske den,tader niontron korte parenna tader sromik rajnitee kora ucitnoy.Sromik raj niti korte hole jiten ghosh, gyandar moto sob teyg kore taderbostite giye bas korte hobe. Sofed jama pore sromik rajniti kore fayda lutarloker ovab nei. Amar sar kotha cilo kobe amora ei opo songskriti theke mukto hobo. Mukhe ek ontorear ek hote parini bolei ja buji tai boli.Kauke sontusto korar jonno noy. নুরুল হক সাহেবের তৃতীয় কমেন্টঃ Nurul Hoque Edeshdekhar keu nei thik noy.hazar bosor dore edesher jonogon ei deshtake agle ace. নুরুল হক সাহেবকে আমার শেষ কমেন্ট। Sharif A. Kafi সে তো দেখতেই পাচ্ছি গারর্মন্টস মালিকরাই শুধু জনগণ। অন্যরা পরগাছা, দেশের এই সব পরগাছাকে শুধু গার্মেন্টস মালিকরাই পুষে যাচ্ছে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.