আমাদের কথা খুঁজে নিন

   

দেশদ্রোহী ?? সন্তু লারমা এবং নিজামী !

আমি সত্য কথাই বলি.....যত কঠিনই হোক...

সন্তু লারমা। পাহাড়ের সাবেক গেরিলা নেতা। সারা দেশে তার প্রতি মুগ্ধ লোক কম নয়। এদের মধ্যে বুদ্ধিজীবি,বামপন্থী,এনজিওর লোকই বেশি। অর্থাৎ কথিত দেশপ্রেমিকরাই বেশি।

। লারমা বাবুর কিছু হলে এদের জান যায় ! হৈ হৈ রব শুরু করে। কিন্তু ১৯৯৭ সালে স্বাভাবিক জীবনে আসার পর এই সন্তু লারমা আজ অবধি জাতীয় কোন দিবসে কোন কর্মসূচীতে অংশ নেননি,শহীদ মিনার বা স্মৃতিসৌধ যাননি। এমনকি তার দল জনসংহতি সমিতি বিজয় দিবস,স্বাধীনতা দিবসে কোন আলোচনা সভা বা কর্মসূচী পালন করেনা। খুব হালকাভাবে ২/৩ জন গিয়ে শহীদ মিনারে বা সৌধে ফুল দিয়ে আসে।

এই রাষ্ট্রের প্রতি যার সামান্যতম আনুগত্য নেই,তার জন্য মায়া কান্না কি ঠিক ?? জাতীয় দিবসে,বিজয় দিবসে বা স্বাধীনতা দিবসে যে শহীদরে প্রতি শ্রদ্ধা দেখায়না তার সাথে গোলাম আযম বা নিজামী এবং তার দলের সাথে জামাতের পার্থক্য কোথায় ?? সুশীল বুদ্ধিজীবি আর সুশীল মিডিয়া কি বিষয়টি নিয়ে ভাববেনা?? অন্ততঃ তাকে পরামর্শ তো দিবেন,নাকি??

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.