আমাদের কথা খুঁজে নিন

   

সংগী

আমার কি আছে , অথবা কি ছিল,ফুলের ভিতরে -বীজের ভিতরে যেমন আগুন.....
এমনকি আকাশও ভুগছে গভীর স্তব্ধতায় । ঝকমকে তলোয়ার ছুড়ে ফেলে ম্লান চোখে রোদ্দুর এমন ভর দুপুরে ছায়ার কাছে নিয়েছে আশ্রয় । শূন্যতায় ডানা মেলা চিল যদিও নিবিড় পর্যবেক্ষনে রেখেছে মুখর স্রোতে ভাসা রূপালী শিকার । আমার নিবিড় দুহাত জুড়ে তোমার জন্য অযুত উপহার একটুখানি হাত বাড়িয়ে আন- হাতবদলে ঘটুক মোক্ষলাভ । অসীম শূন্যে মগ্ন থাক তুমি । শূন্যতা কি প্রবল বরাভয় পেরিয়ে দেবে অজ্ঞাত জংগল লিকলিকে জিভ যুগযন্ত্রণা -ক্ষয় ? তোমার দৃষ্টি শূন্যে ন্যস্ত আমার দৃষ্টিও শূন্যতা খুজে নেয় অসীম শূন্যে শূন্যতা যোগ দিয়েও যদি পাওয়া যায় গোলাপী আশ্রয় । ***---***---***
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.