আমাদের কথা খুঁজে নিন

   

এখনো যেভাবে আদিমতার দাবীপূরণ



গতকাল কিছু পত্রিকার অনলাইন ভার্সনে খবরটা পড়েছি। পড়েই একটা ধাক্কা খেলাম। এখনো কতটা পিছিয়ে আছি! আদিম চাহিদার মাত্র দুটো ধাপে আটকে আছি আমরা। গতকাল আমাদের দোকানামলিক, বণিকগোষ্ঠী ও আরো কিছু সংগঠন (বোধকরি র‌্যাব ও পুলিশ) ১০ রোজার পর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। উদ্দেশ্য পরিষ্কার- ঈদকেন্দ্রিক কেনাবেচাটা যাতে নির্ঝন্ঝাট হয়।

মানুষ যেনো খবার আর কাপড় কিনতে পারে থরে বিথরে। ভাবলাম, কী অদ্ভূত! এখনো আমরা মানুষের পাঁচটি মৌলিক চাহিদার প্রথম দুটোতেই আটকে আছি। ষোল কোটি মানুষের জন্য খাদ্য এবং বস্ত্রের ব্যবস্থা করাটাই এখনো আমাদের মূলচিন্তা। তাদের শিক্ষার বিষয়টি এখনো আমাদের থার্ড প্রায়োরিটি। এখনো কেবল আদিম চাহিদাই মেটাতে হচ্ছে।

জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণের জন্য অপরিহার্য শিক্ষা এখনো গৌণ আমাদের কাছে। এ জাতির উন্নতির যে আরো বহু সময় বাকি- সেটা বুঝতে বাকি রইলো না আর। -উন্নত শিক্ষা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.