আমাদের কথা খুঁজে নিন

   

আধারের যৌথ খামারে ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

আধারের যৌথ খামারে আলো খেলে লুকোচুরি, সখা বাতাস, আমরা মানব জাতি, সাথেই থাকি বিমুখা প্রকৃতি তবু করেনা হতাশ ! গগনের মরু ঝড়ে, আমরা দু'জন দু'জনার চোখ চেয়ে থাকি_ ঠোটে ঠোটে পাখির চণ্চুর মতোন একখানা চেনামুখ, আঁকে আকিবুকি ! আমার পরাণের চাওয়া, আমার যাতনা কতোবার ক্ষুরধার নদী ছুঁয়েছে, লিখেছে পরাণের ঝাড়বাতি, আলোকিতো করে প্রাণ আর একটি মহেন্দ্র হৃদয় কি শিখেছে ? কতোবার বলে গেলে, আমিও বলেছি তোমার আমার হাজার কথার কথন_ যেমন হবার ছিলো, তেমনি হলো শেষে কিছুই হয়না জানি আগের মতোন ! চাঁদ চেয়ে, চরকা কাটা বুড়িকে দেখার দিন,সেই কাঠফাটা রোদের কোমল কিশোর_ অস্থি মজ্জায় যার, যায় যায় প্রাণপাত যে একদিন খুব করে চেয়েছিলো, আলো ঘেরা ভোর ! লিখন এপ্রিল-০৮.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।