আমাদের কথা খুঁজে নিন

   

আধারের ঢল নামলে ও যেন তবু দেখা যায় ঐ দিগন্তের ওপারে তুমি...........

পরম করুনাময় ও মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

"নিঃ স্বার্থ যামীনি" চোখের পাতায় জল ছিলোনা, ছিলো না কো বারির আভা; এ তো শুধু পাথর হৃদয়ে ভাবা। এই তো সেদিন ! ছিলো না কোন মেঘ কভু, ঐ নীলিমার পাতে। ছিলো না শত সৌরভ কভু ঐ মৃদু হাওয়াতে। তবু ও যেন কেমন করে ক'ফোটা জল পড়লো ঝরে, মোর লেখনীর পরে, লিখতে গিয়েই থমকে গেলো মন; একটু অগোচরে।

। ক'ফোটা জলের কি গভীরতা? কি যে ছিলো তার মহিমা, ভাবছি বসে আজ, যেন সাত সাগরের শত সলীলের; নয়ন ভরা সাজ । । হয়তো এই গোধূলী লগ্ন, কখনো হবে না স্মৃতিতে ভগ্ন, শুধু ক'ফোটা জলের জন্য। তুমি যে ছিল মোর হৃদয়ে শুধুই অনন্য ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।