আমাদের কথা খুঁজে নিন

   

আধারের হাতছানী

আধারের হাতছানী ফুলের মালাটা কতকাল যাব বয়ে কত কাল রবো তোমার আশাতে বসি কত আর লিখি ব্যথার কাব্য শুকায়ে গিয়াছে মসি। আছে তব সম্মুখে সমুদ্র ভরা জল আছে উথাল পাথাল দুই কূল ভরা নদী সকল কান্না মুছে যেত একাহারে আবার এ বুকে ফিরিয়া আসিতে যদি। শিমুলের মালা কোথায় হারালে তুমি সারা বাংলায় তোমারে কোথায় খুজি নিরব আধারে মিশে যাই ছায়া হয়ে স্বপনেও দেখি তোমারেই চোখ বুজি। ভাবি এই বুঝি তুমি এলে আবার আমারে এই বুঝি দিলে ডাক তোমারে খুজিতে পাগলের মত ছুটি পিছনে যা আছে সবকিছু পড়ে থাক। আমি খুজবো তবুও খুজে যাব চিরদিন জানি কোন কালে তুমি আমাতে আসিবে ফিরে সেদিন হয়তো সূযের মত ডুবে যাব ধীরে ধীরে। ১৪ ফেব্রুয়ারি ২০০৬ বাংলা কলেজ, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।