আমাদের কথা খুঁজে নিন

   

যেইসব কুকুরেরা শেয়ালের বেশে

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

রাস্তায় বেরোলেই চোখে পড়ে কুকুর; বাজারে গেলে চোখে পড়ে কুকুর, ঘন জঙ্গলে সবুজ পাতার আড়ালেও কুকুর- জাতিসংঘে কুকুর, ইউনেস্কোতে কুকুর বিশ্ব ব্যাংকে কুকুর, সার্কে কুকুর পার্লামেন্টে কুকুর, সচিবালয়ে কুকুর জেলা অফিসে কুকুর, উপজেলা অফিসে কুকুর থানায় কুকুর, ইউনিয়ন পরিষদে কুকুর, ভূমি অফিসে কুকুর স্থানীয় ব্যাংকে কুকুর, বাসস্ট্যান্ডে কুকুর মন্দিরে, মসজিদে, গীর্জায়, প্যাগোডায় কুকুর কোথায় নেই কুকুরেরা? অর্থাৎ- চারপাশে শুধু বাহারি রঙের হরেক কুকুর আর কুকুর। যেন এক কুকুর সাম্রাজ্য- নির্বিঘ্নে প্রবল বেগে সবখানে চলে কুকুরেরা আর প্রচণ্ড প্রতাপে করে যায় শাসন; কুকুরের চিৎকারে আজ অতিষ্ট মানুষ। দিন চলে যায়, ঋতু চলে যায়, বছর চলে যায় কিন্তু বর্ণিল রঙের কুকুরেরা রয়ে যায় সবখানে। তারা জন্ম দেয় কুকুরছানা হিংস্রতায় বড় করে তোলে কুকুরছানা। তাদের মৃত্যুতেও অপূর্ণ থাকে না তাদের স্থান, দৌড়ে এসে প্রতিস্থাপিত হয় অন্য কুকুরেরা। তারা মাঝে মাঝে সাময়িক সময়ের জন্য স্থানচ্যুত হয়ে যায় তবুও তারা রয়ে যায় অপরিবর্তিত। তারা লোম পাল্টায়, শেয়ালের বেশ ধারণ করে কিন্তু তাদের-ই অজান্তে তারা কুকুর-ই থেকে যায়, আর যুগের পর যুগ বেঁচে থাকে শেয়ালের বেশে, শেয়ালের বেশে...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.