আমাদের কথা খুঁজে নিন

   

সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী



ওপারের হায়নার দল পারাভূত হয়েছিল ৭১-এ জীবন তুচ্ছ করেছিল ৩০ লক্ষ মহান বীর প্রমান করেছে বাঙ্গালী জাতি “চিরউন্নত মমশির”। পঞ্জিকার পাতায় ঘুরে ঘুরে যতবার আসবে ২৬শে মার্চ আর ১৬ই ডিসেম্বর যতবার স্বাধীনতা আর বিজয়ের মহা উৎসবে কুচকাওয়াজের শব্দে কেঁপে উঠবে বাংলার ভূখন্ড- পৃথিবীর আয়তনে যতদিন অংকিত হবে বাংলাদেশ নামের একটি স্বাধীন মানচিত্র যতদিন বাংলা ভাষার অভিধানে থাকবে মুক্তিযোদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশ শব্দাবলী, “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” বাঙ্গালীর কর্ন্বে যতবার সুর পাবে, লাল - সবুজের উড্ডয়মান পতাকায় চোখ রেখে জাতি যতবার মাথা-উচু দাড়িয়ে শ্রদ্ধার্ঘ জানাবে - যতদিন সাবাস বাংলাদেশ, অপরাজেও বাংলা আর স্মৃতি সৌধ্যর পদদেশে জনতা ভালবেসে ফুল ছড়াবে ততদিন সামান্য বুলেট আর ১৫ই আগষ্ট ইতিকথা নয়। হায়না শাবকেরা ওৎপেতে ছিল পোষা-বিড়ালের বেশে কালো বুট, জলপাই রং এবং গুলির শব্দ শেষে ওরা উল্লাসে মেতেছিল ১৫ই আগষ্টে এই বাংলাদেশে ওরাও জানে শত নয় তুমি সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী তুমি বাংলার সেই বীর সন্তান কীর্তি তোমার যাবে না তো মোছা কভূ হবে না কো ম্রিয়মান। তুমিই বঙ্গবন্ধু, তুমিই জাতির জনক হায়নারা সাবধান তুমি প্রানপ্রিয় নেতা বাঙ্গালীর শেখ মুজিবর রহমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.