আমাদের কথা খুঁজে নিন

   

সহস্র মিলন আর আমাদের মত যতসব ন-পুংশকের দল

যান্ত্রিকতার স্বরচিত কারাগারে আমি এক অযান্ত্রিক মানুষ অবাক হবার কিছু তো নেই । আমি তবু অবাক হচ্ছি কেন ? নিজের উপর রাগ হচ্ছে খুব । কেন এই অতি সাধারন ঘটনাগুলিকে আমি এত বড় করে দেখছি !!! মিলন কে ? ওর বাবা কি কোন মন্ত্রী মিনিস্টার ? নাকি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ? আরে বাবা একটা ছেলেই তো মাত্র । পুলিশের ইচ্ছে হয়েছে মেরে দিয়েছে । এ নিয়ে আমাদের এত মাথা ব্যথার কি আছে ? আমরা বাঙ্গালিরা অযথাই দুশ্চিন্তা করি ।

আজ মিলন মরল , কাল আমি মরব । আজ মিলন কে মাথায় ইট মেরে পুলিশ মেরে ফেলেছে , তো কাল ওরা বুট আর বেয়নেট দিয়ে আমাকে মারবে । তাতে কার কি আসবে যাবে ? আমাদের বাবারা সরকারে গৃহপালিত মন্ত্রী কিংবা আমলা নন । এমনকি কোন তথাকথিত সুশীল সমাজের রুই-কাতলাও নন । আমাদের তো এভাবেই মরতে হবে ।

মিলন , তোমার ভাগ্য ভালো । খবরের কাগজের শিরোনাম হতে পেরেছ । তোমার বন্ধুদের ক’জনের এমন সৌভাগ্য হয়েছে বল ? কিন্তু তারপরেও আমার মাথা ব্যথা করছে । তারপরও ক্রমাগত আমার ভেতরে আগুনের উত্তাপ আমাকে উন্মত্ত করে দিচ্ছে । চোখ বন্ধ করলেই একটা লাশ কে সজরে এলোপাথারি ভাবে লাথি দিয়ে পেটানোর দৃশ্য আমাকে পাগল করে দিচ্ছে ।

আমি ক্রমাগত উন্মাদ হয়ে যাচ্ছি । এবং আমি ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছি । আমাদের পরিবারে এক নতুন অতিথি আসছে অচিরেই । আমি তাকে এইসব বর্তমানের জঞ্জালভারা ভয়ানক নৃশংস দিনগুলির মাঝে কি বলে স্বাগত জানাব ? আমার ভাই , ওই ছোট্ট শিশুর পিতা, ওকে কি বলে আশ্বাস দেবে ? কিংবা আশ্বাস বলে কোন শব্দ উচ্চারণের কোন অধিকার কি আমাদের আদৌ আছে ???? স্বরাষ্ট্রমন্ত্রী , আপনাকে মাননীয় বলে সম্বোধন করাটা রাষ্ট্রীয় নিয়ম । কিন্তু আমি সেই নিয়ম কিংবা আইনকে জেনে শুনে বুঝে লঙ্ঘন করছি ।

জানি আপনি চাইলে আমাকেও কাল পুলিশ দিয়ে মিলনের মত করে মেরে ফেলতে পারেন । তবু আপনাকে মননীয় বলতে আমার বিবেক আমাকে প্রচন্ড বাধা দিচ্ছে । স্বরাষ্ট্রমন্ত্রী , আপনি কি ঘটনাটা দেখছেন ? HAVE YOU BEEN GONE THROUGH THIS MATTER ???? এটা কোন accident নয় যে আপনার জবাব দেয়ার কিছু নেই । এটা অন্য কোন মন্ত্রণালয়ের দায় নয় যে এটার জবাব দেবে । এটা কেবল এবং কেবলমাত্র আপনার দায় ।

আপনি কি এর কোন সমাধান করতে চান ? মনে রাখবেন আপনাদের যেমন এই আমরা , মিলনরা ,ওই চেয়ারটায় বসিয়েছি , সময় হলে ওইখান থেকে টেনে নামাতেও আমাদের এত্টুকু দেরি হবে না । তখন আপনিও আমাদের মত একেবারে সাধারণ হয়ে উঠবেন । আপনাদের আজকের অসাধারণত্বের মেকি খোলস সেদিন টেনে ছিরে ফেলা হবে । আর সেদিন আপনার এই পুলিশ বাহিনী আপনার উপর তাদের এই experiment হয়ত আবার করবে । আর সেদিন আমাদের অনেকেই আনন্দে শিষ দিয়ে উঠবে ।

কেননা আপনাদের মত আজকালের তথাকথিত “অসাধারণ” “মহামানবদের” মহাপতন দেখাটা অনেক সময় আনন্দের উৎস বৈ কি । আপনারা পেয়েছেনটা কি? এসব কি হচ্ছে ? এভাবে মানুষ মেরে ফেলার প্রবণতা শুরু হল কেন হঠাৎ ?? অবশ্যই এই হন্তারকের দল সাধারণ মানুষ না । এরা সাধারণের বেশে অসাধারণ মানুষ । আপনাদের মত , কিংবা আপনাদের সমাজের , আপনাদের গোত্রের । আমরা জঞ্জাল খেয়ে বড় হচ্ছি না ।

আপনাদের পুত্র-পোত্রগণ বিদেশে অনেক মহামুল্যবান শিক্ষা অর্জন করতে পারে , কিন্তু আমরাও অজ-মুর্খ নই । আমরা আমাদের পিতার বহু কষ্টে অর্জিত স্বল্প আয়ে মানুষ হতে শিখেছি , আমরা শিক্ষাটা অর্জন করে নিতে শিখেছি । এবং সেই শিক্ষাটা কোনভাবেই আপনাদের “সু-পুত্রগণের” কু-শিক্ষা নয়। আমরা বুঝতে শিখেছি আপনাদের কোন কথাটা মিথ্যা আর কোন কথাটা অসত্য । আমরা বুঝতে শিখেছি , কোন ঘটনাটা দৈবাৎ আর কোনটা সাজানো ।

আমরা এও বুঝতে শিখেছি যে , পরপর এতগুলি নৃশংস হত্যার পর আপনার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সত্যিই কোন অধিকার নেই । এবং আমরা এও বুঝতে শিখেছি যে , আপনি যত কিছুই হোক না কেন , কখনোই পদত্যাগ করবেন না , যতক্ষণ না পর্যন্ত আপনাকে ওখান থেকে বের করে দেয়া হচ্ছে । কারণ পদত্যাগ করতে পারার জন্যও ন্যূনতম যোগ্যতা লাগে , কিন্তু দূর্ভাগ্যবশত সেটা আপনার নেই । এবং মানবাধিকার কমিশনের চেয়ারমান মহোদয় , আপনার প্রতি কোন অভিযোগ নেই , কারণ আপনি কতটুকু করতে পারেন সে ব্যাপারে আমাদের যথেষ্ট সন্দেহের অবকাশ আছে । কিন্তু তারপরেও আপনাকেও কেন যেন “মাননীয়” বলতে পারছিনা ।

আপনার নয় , এ হয়ত আমার অযোগ্যতা । জানি , আপনি কিইবা করতে পারেন মিডিয়ার সামনে অশ্রু বিসর্জন ছাড়া ? কিছুই পারেন না । পারার কথাও না । কিন্তু একটা কাজ কিন্তু ঠিক পারেন । আপনার প্রতি আমাদের যেটুকু শ্রদ্ধা সেটুকু আর কমতে দেবেন না ।

না হোক এটা আপনার দায় , তবুও যে দেশে মানবাধিকার বলে কোন শব্দ নেই , সেই দেশে কেন অযথা মানবাধিকার কমিশন এর মত একটা প্রতিষ্ঠান লাগবে ? আর কেনই বা আপনাকে বা আপনাদেরকে লাগবে ??? আপনি সবাইকে দেখিয়ে দিতে পারেন কিভাবে পদত্যাগ করতে হয় । অবশ্যই তাতে আপনার সম্মান এতটূকুও কমবে না , বরং বাড়বে । কেননা ব্যর্থতা স্বীকারের মাঝে তো লজ্জা থাকলেও অসম্মান নেই । কিন্তু ব্যর্থতা অস্বীকার কি আমাদের মনুষ্যত্বকেই প্রশ্নবিদ্ধ করে না ????? মিলন , আমাদের আর কি-ইবা করবার আছে বল !!! আমরা সবাই ন-পুংশক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.