আমাদের কথা খুঁজে নিন

   

সহস্র সেলাম মা তোর পদতলে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

বিংশ শতাব্দীর সকাল বেলা তথনো এদেশের আকাশে অনেক কালো মেঘ তখনো আল্লাহ-ভগবানের যুদ্ধে লালে লাল হয়ে যায় গঙ্গা যমুনার জল মানুষের রক্তে। বালিকার বুকে প্রেমের দাউ দাউ শিখা মলিন মুখ,চোখের তারায় তারায় ঠিকরে পড়ে অবুঝ প্রেম। অব্যক্ত যন্ত্রণায় লজ্জাবতীর ডগার মত মিইয়ে যাচ্ছিল তন্বীলতা। রাতের আঁধারে তুই বালিকার হাত ধরে চেপে বসলি ধোয়া উড়া গাড়ির কামড়ায়। বিহারের সমস্তিপুর তারপর বালীগ্রাম হয়ে ৬নং হাজীলেন কলকাতা............. বাঁধনহারার হাতে দিয়ে বললি এ তোর রাণী বাবা! যত্নে রাখিস........ এবং অতঃপর একটি শুভ বিবাহ।

ভাবতে বসে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে হাজার সেলাম তোর পদতলে মা। প্রেমের জন্য এতটুকু কে করেছে বল পৃথিবীতে?মাতৃসমা বিরজা সুন্দরীও কিনা অবশেষে এ প্রেমকে স্বীকৃতি দেননি! বৈকালী পত্রিকার পাতায় চিৎকার করে বলা হল `এ প্রেম মানিনা, মানিনা' আল্লাপাড়ার লোকেরা সব এস্তেগ পাঠ করলো,ভগবানের চেলারা সব গাল চাপড়িয়ে বলল-রাম রাম রাম। একদল হাতে তুলে নিল ত্রিশূল আরেক দল তলোয়ার- তুই এতটুকু ভয় পাসনি! দৈনিকের পাতায় তোর অমর বাণী পড়ে শিহরিত হই। তোর সাহস দেখে আজও নিজেকে পাথর বই অন্য কিছু ভাবতে পারিনা। তুই লিখলি- 'দুইটি হৃদয়ের মধ্যে অকপট ও অকৃত্রিম পবিত্র প্রেমের সম্পর্ক স্থাপিত হইয়াছে জানিয়া আমি তাহাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিতে প্রস্তুত হইযাছি।

মিলনাকাঙ্খা যেখানে অন্তরের অন্তঃস্থল হইতে উদ্বুদ্ধ ,ধর্মগত পার্থক্যের কারণে সেখানে পশ্চাৎপদ হওয়া আবশ্যক মনে করি নাই' দেবী মা তুই সত্যি প্রেমের দেবী। সেলাম তোর পদতলে সহস্র সেলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.