আমাদের কথা খুঁজে নিন

   

তোমার না-থাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

ইশ্‌ আগে কতো সহজেই না ভালোবাসাকে এড়িয়ে গেছি, কতো সহজে না বলে দেয়ার কষ্টহীন পথে এগিয়ে গেছি। অভিশাপ দিয়েছে বুঝি ভালোবাসা। তাই তো ভালোবেসেছি হঠাৎ করেই, আর শুরুতেই জানি পরিণতি। ভালোবাসা আর মৃত্যুর আগমনের কোনো নির্দিষ্ট সময় নেই। ... বাড়াই তৃষ্ণার হাত, ফিরে আসি শূন্যতাকে ছুঁয়ে- তুমি নেই, নিষ্প্রদীপ মহড়ায় জ্বলে থাকে একা পাথরের মতো ঠান্ডা, একজোড়া মানবিক চোখ, তৃষ্ণার্ত শরীর জুড়ে জেগে থাকে ব্যথিত রোদন।

নরম আলোর চাঁদ মরে যায় অঘ্রানের রাতে, বেঁচে থাকে ভালোবাসা, নক্ষত্রের আলোকিত স্মৃতি। তোমার শূন্যতা ঘিরে দীর্ঘশ্বাস, বেদনার ঘ্রাণ, তোমার না-থাকা জুড়ে জেগে থাকে সহস্র শ্মশান। - শ্মশান, রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ ভালোবাসা হতে দূরে থাকতে থাকতে এতো সহজেই ভালোবেসে ফেললাম কী করে!! সবাই বলে, এ ভালোবাসা ভুল। অন্যের প্রেমে মত্ত নারীকে ভালোবাসা উচিত হয় নাই। আমিও জানি আমার এ ভালোবাসায় কোনো প্রাপ্তি নেই, এ প্রেমের বৈধতা এখনো নিজের কাছেই দিতে পারিনি।

কিন্তু আমি ভালোবাসি, প্রচন্ড সে ভালোবাসা আমার, আমাকেই কুরেকুরে খায়। তবুও বলি, আমি তোমাকেই ভালোবাসি সমগ্র সত্তা দিয়ে। শুধুই তোমাকে.. শুনছি এখন তুম হামসে আ মিলে... তুমিও জানো আমার ভীষণ কাঙালপনা.. অশ্রুতে ভেসে যায় হৃদয়ের সকল কামনা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.