আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনায় তুমি

Small is the number of them that sees with it's own Eyes and feels with it's own Heart. _Albert Einstein

কল্পনায় তুমি আমার চঞ্চল মন ছুটছে এদিক ওদিক দি্গ্বিদিগ যেন হারাতে চায় এক অতলে,কোন সূদুরে পুনরায় অর্থহীন একটি দিন প্রতি রাতের দীর্ঘশ্বাসকে পেছনে ফেলে পুনঃপুন আবির্ভাব আমার উদাসীনতায় হেরি তোমায় কত রূপে কত ঢঙ্গে সহসা হারাও এ মগ্নতা ভেঙ্গে তোমার আগমন প্রস্থান সবই আমার কল্পনায় এই শহরের গতিময়তায় শত মানুষের ভিড়ে হয়ত আছ বেশ নয়তো আমারই মত কোনরকম হয়ত শুনতে পাচ্ছ আমাকে হয়তবা বিষন্ন হচ্ছে তোমার মন তোমাকে ভাবি ; আমার ভাবনায় তুমি তিল তিল করে গড়া সে তো তাশের ঘর নয় যে ভেঙ্গে যাবে দিলেই টোকা।...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।