আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনায়...

শব্দময়ে, স্বপ্নময়ী, আসল কখন সকাল? ব্যস্ত আমি নাভিশ্বাসে, আসল নেমে বিকাল! কাজের ফাঁকে হাত নাড়িয়ে একটু অলস বসি; সাদা ধোঁয়ায় বিদীর্ন হয় কল্প সে নগরী! ঘুম পেয়ে যায়, শরীর ছেড়ে দেয়, ব্যস্ত আমি যখন; কাজের ফাঁকে ব্যস্ত ঘড়ি, যাচ্ছে ছুটে তখন! গাঙচিলেরা কইছে কথা, প্রানের পরে বসে; স্নিগ্ধ বাতাস ক্লান্তিগুলো নিমিষে নেয় শুষে! স্বপ্ন দেখি জেগে জেগে, আজব আমার সত্তা! সাগর পাড়ে পাই না খুঁজে ঝিনুক ফোটা মুক্তা। ঘুমপরী আজ যাচ্ছে ছুঁয়ে, ক্লান্ত তণুর পরে; সময় এলো, ফিরব কাজে, কল্পনা যায় সরে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।