আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনায় - শুভ ঃ কথা বলার আগে ও পরে

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

ব্লগের শুভ কে আবার ভাই বলে সম্বোন্ধন না করলে মাইন্ড খায়, এই জন্য আমি শুভ লিখে ব্রাকেট দিয়ে লিখি (মনে মনে 'ভাই' বললাম), এতেই উনি খুব খুশি হয় !! ওনার সাথে আমার চিন-পরিচয় ব্লগের প্রথম থেকেই। ওনার লেখা আর মন্তব্য ভালো লাগে। তবে এখন সময়ের অভাবে ওনার লেখা গুলো পড়তে পারি না।

তাছাড়া লেখার সাইজও একটা বিরাট ফ্যাক্টর। খুবই কৌতুহল ছিল উনি কে ? কি করে ? কি খায় ? কোথায় থাকে ? কি পড়ে ? ইত্যাদি ইত্যাদি বিষয় গুলো জানা। প্রথমে মনে করেছিলাম উনি পিচ্চি আরাফাতের চেয়ে আরো পিচ্চি পোলাপান টাইপের মানুষ। কথায় কথায় অভিমান করে। মাইন্ড খায়।

পরে বুঝলাম এটা ভুল !! উনি বড় সাইজের মানুষ, কিন্তু কত বড় এটা এখনো কিয়ার না। একবার মনে হয় উনি কৌশিক ভাইয়ের সাইজের হবে আরেকবার মনে হয় আবুল হায়াত সাইজের ! আবার মনে হয় উনি মীর্জা সাহেবের মত গায়ে চাদর পরে ধীর গতিতে চলাচল করে ! এই সবই আমার মোটা মাথার কল্পনা। শুভ ভাই কেন জানি একবার আমার মোবাইল নম্বর চেয়েছিলেন, আমি তো এই কথা শুনে আকাশ থেকে পড়লাম, উনি আমার ফোন নম্বর চাচ্ছেন !! মুঠোফোনে আমার আবার এলার্জি, ব্যবহার করতাম না। এক সময় বাধ্য হয়ে নিলাম। অবশেষে শুভ ভাই ফোন করলেন আমার মোবাইল ফোন কেনার 3য় দিন দুপুরে, কিন্তু আমার আওয়াজ তিনি শুনতে পারছিলেন না বলে তেমন আলাপ হয়নি।

তাও আমি ধন্য। একজন লেখক ফোন করেছেন। আমি রাতে ওনাকে ফোন দিলাম কথা হলো কিছু সময়, কি এক অনুভুতি !! ফোন রাখার পর তিনি কিছুন পর আবার ফোন দিলেন !! তিন বারে ওনার সাথে প্রায় 12/13 মিনিট কথা হয়েছে। আমি খুবই আবেগকল্পিত, উত্তেজিত !! রাতে ঠিক মত ঘুমাতেও পারিনি। এক্সসাইটেড স্মৃতি ঃ 08 আগষ্ট 2006ইং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।