আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোটে কি হতে চলেছে? কি লক্ষ্য করার ?

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি এবারের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে কি কি সহজে অনুমান করা যায় আর কি কি লক্ষ্যণীয় ? প্রথম অনুমান মমতা পঞ্চায়েতে বড় ব্যবধানেই জিতবেন। বিরোধিরা অনেক জায়গাতে প্রার্থীই দিতে পারবে না। বিশেষত দক্ষিণবঙ্গে বেশ একচেটিয়া শাসকমুখী পঞ্চায়েত ভোট হতে চলেছে। সবাই যে সাগ্রহে ভোট দেবেন মমতাকে তেমন নয়। অনেকেই সি পি এম যেন না ফেরে সেটা নিশ্চিত করতে মমতাকে ভোট দেবেন।

যেমন বিহারে গত বিধানসভায় অনেকে নীতীশকে ভোট দিয়েছিল। লালু যেন কোনও ভাবেই না ফিরতে পারে। অনেকে মমতাকে এজন্য ভোট দেবেন যে সি পি এম কে ক্ষমতায় দেখতে চান না, মমতাতেও আপত্তি জমেছে, কিন্তু তৃতীয় আর কেউ নেই, যাকে দেওয়া যায়, যে এখন শাসক হতে পারে। অনেকে এজন্য মমতাকে ভোট দেবেন যে তারা মনে করেন মমতা সত্যই ভালো কাজ করছেন। সারা দেশের সব শাসক যেখানে জমি নিচ্ছে, চাষের জমি চলে যাচ্ছে, সেখানে মমতা জমি নিচ্ছেন না, এখনো বলছেন নেবেন না।

লোবা গ্রামের ঘটনাকে বাড়তে দেন নি, ছড়াতেও দেন নি। সি পি এম, কংগ্রেস, বিজেপি বা অন্যান্যদেরও কেউ কেউ ভোট দেবেন। উত্তরবঙ্গের ভোট লড়াই বরং আকর্ষণীয় হবে। উত্তরবঙ্গের ভোট লড়াই ছাড়া আর যেটা দেখার হবে সি পি এম কংগ্রেসের সঙ্গে কিরকম সমঝোতা করে। প্রকাশ্য সমঝোতা তেমন হবে বলে মনে হয় না, সেটা সম্ভব নয়, কদিন পরে আবার লোকসভা ভোট আছে।

কিন্তু পঞ্চায়েতে স্থানীয় সমঝোতা কত রকমের হয়, সেটা অভিজ্ঞরা জানেন। এটা মিডিয়ার চেয়ে বেশি অন্য রাজনৈতিক সূত্রে জানা যাবে অবশ্য। তবে এই জানা ফ্র্যাগমেন্টটেড হবে, সেটাও সত্যি। বিজেপির জন্য কি পশ্চিমবঙ্গে কিছু জমি তৈরি হল? সি পি এম দেখেছে, আগে কংগ্রেসও আর এখনও কেন্দ্রে তো তাকে দেখেইছি, তৃণমূলকেও দেখছি। 'পারলে বিজেপি ই পারবে কিছু করতে'।

এরকম ভেবে বিজেপিকে কজন ভোট দেবেন ? এটা দেখার আছে। ১৯৯৮ এর বিজেপি হাওয়া কিন্তু ভালোই উঠেছিল। দেশে মোদী হাওয়া উঠবে কিনা বা কতটা উঠবে, তার একটা ক্ষিণ, হয়ত বেশ অনিশ্চিত আভাস কি দেবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ? সময় বলবে। আর একটা কথা। পঞ্চায়েতে রক্ত ঝরে অনেক।

কেন্দ্রীয় বাহিনী না থাকলে হয়ত বেশিই ঝরবে। বিরোধিরা জানেন তৃণমূল আগ্রাসী ভূমিকা নেবে। বিরোধিরা কি তৃণমূলের আগ্রাসন অনেকটা মেনে নেবেন না প্রতিরোধ করবেন ? প্রতিরোধ যদি হয় তবে গ্রামের কোন শ্রেণিটা/শ্রেণিগুলো তৃণমূলের বিরুদ্ধে প্রাথমিকভাবে দাঁড়াবে ? গ্রামীণ ক্ষমতার শ্রেণিদ্বন্দ্বর কোনও আত্মপ্রকাশ কি ঘটবে এবারের পঞ্চায়েত নির্বাচনে ? নাকি এক শ্রেণি সমন্বয়ের পুরোনো কৌশল সি পি এমের থেকে তুলে নিয়ে বাজিমাত করে যেতে পারবে তৃণমূল ? শুধু ফলাফলের বাইরে এই গভীর দিকগুলোও আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি বোঝার স্বার্থে বুঝে নিতে চাইবেন অনেকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.