আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর তাবৎ বাঘা-বাঘা প্রশাসনের যমদূতঃ উইকিলিকস (WikiLeaks)

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
টাইমস ম্যাগাজিন এই সাইট সম্পর্কে বলেছেঃ "... could become as important a journalistic tool as the Freedom of Information Act." ২০০৬ সালে চালু হওয়া এই সাইটটি প্রথম বড় রকমের আলোচনায়া আসে ২০০৯ তে অস্ট্রেলিয়ান ইন্টারনেট সেন্সরশিপের ব্যাপারে তথ্য ফাসঁ করে দিয়ে... কি নিয়ে এই সাইট? এতে আছে গোপনীয় দলিল...মূলত: সরকারী..যেগুলো কোনভাবেই মিডিয়াতে আসার কথা নয়...জার্মান-সুইজ্যারল্যান্ড বেসড এই সাইটটি সম্প্রতি বিপুল আলোচনায় উঠে আসে আফগান যুদ্ধের মার্কিন গোপন দলিল পত্র ফাসঁ করে দিয়ে ........ .আফগান ওয়ার ডায়রী ২০০৪-২০১০ নামে এই তথ্যগুলো ফাসঁ করা হয়...বিব্রত মার্কিন সরকার এটা ধামাচাপা দেবার উপায় খুজছে এখন....৯০,০০০ হাজারের বেশি দলিল প্রকাশ করলেও সাইটের এডিটর প‌্যানেল আরো ১৫,০০০ ডকুমেন্ট পরে প্রকাশ করবে বলে জানিয়েছে....যে বিষয়গুলো উঠে এসেছে এই গোপন দলিল থেকেঃ --তালেবান জঙ্গিদের পাকিস্তানের আইএসআই সাহায্য করেঃ অস্ত্র ও গোলাবারুদ এবং প্রশিক্ষণ দিয়ে। ভূমি থেকে আকাশে ছোড়ার মতো ক্ষেপণাস্ত্রও জঙ্গিদের কাছে পাচার করছে তারা। --তালেবান নেতাদের পাকড়াও করা এবং হত্যার জন্য সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ একটি বাহিনীও আফগানিস্তানে নিয়োজিত রয়েছে। --তালেবানদের পেতে রাখা বোমা বা ন্যাটো অভিযানের কারণে বেসামরিক হতাহতের ঘটনা যেভাবে মিডিয়া থেকে চেপে রাখা হয়েছে সে সবের বর্ণনা। যেমন, ভুল করে ১৯৫ বেসামরিক লোককে হত্যার বর্ণনা যেটা কোন জায়গা আসে নি। --ইরান অস্ত্র, টাকা-পয়সা ও প্রশিক্ষণ ও আশ্রয় দিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়তে সাহায্য করছে জঙ্গীদের। --আফগানিস্তানে প্রভাব বিস্তারের জন্য আফগান কর্মকর্তাদের লাখ লাখ ডলার ঘুষও তেহরান। ইরান থেকে প্রস্তুত হয়ে আফগানিস্তানে হামলা চালাচ্ছে জঙ্গীদের আত্মাঘাতী দল.......ইত্যাদি...বিস্তারিত আরো আছে এ সপ্তাহের নতুনদেশ পত্রিকায়. .. এইরকম আরো চমকপ্রদ তথ্য....এই তথ্য ফাসেঁর ঘটনায় তারা এর হোতাদের খুজে বের করার চেষ্টা করছে...তার বলছে এ দলিল প্রকাশ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে! সাইটিটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আছে উইকিপিডিয়াতে ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.