আমাদের কথা খুঁজে নিন

   

দৈনন্দিন কথোপকথন

আমি অনেক ভালো
পিতা ও পুত্র পিতা- আলু কত করে কিনলি? পুত্র- জি আব্বা, ১৫ টাকা কিলো। পিতা- চল তো দেখি কোন দোকান থেকে কিনেছিস? পুত্র- জি আব্বা, ১০ টাকা কিলো। পিতা- কানে ধরে ৫০ বার উঠবস কর, তার আগে ৫ টাকা ফেরত দে পুত্র-জি আব্বা... মাতা ও কন্যা মাতা-কে ফোন করেছে? কন্যা- না তো মা, কেউ না। মাতা- তাহলে কথা বলছিস যে ! কন্যা- ও হ্যা, মিমি ফোন করেছে। মাতা- দে তো একটু কথা বলি।

কন্যা- না না, ওর গলা ব্যাথা, কথা বলতে পারবেনা। মাতা-তাহলে তোর সঙ্গে কথা বলছে যে! কন্যা- আরে না, কথা বলার সুযোগ পাচ্ছে কোথায়। মাতা- ও আচ্ছা, মিমি তো এসে ড্রইংরুমে বসে আছে, কথা শেষ করে যাও। কন্যা- ও আল্লাহ, তাই নাকি ! (ফিসফিস করে) জানু, তাহলে এখন রাখি, পরে কথা হবে। স্বামী ও স্ত্রী স্ত্রী- কি গো আজ অফিসে যাবে না? স্বামী- না, যাবো না স্ত্রী- কেন কি হয়েছে, মাথা ব্যাথা? স্বামী-না, মাথা ঠিকই আছে।

স্ত্রী-তাহলে জ্বর বাধালে নাকি পেট ব্যাথা? স্বামী-আরে না, কিছু হয়নি। স্ত্রী- হায় হায় ! তাহলে অফিসে যাবে না কেন ! বের করে দিয়েছে নাকি? বলো, সত্যি কথাটা বলো। স্বামী- আজ শুক্রবার, অফিস বন্ধ। স্ত্রী- ও আচ্ছা, তাই বলে শুয়ে থাকবে নাকি? ওঠো বলছি! ভাই ও বোন বোন- ভাইয়া ২ টাকা হবে? ভাই- আম্মুর কাছে চেয়ে দেখ। বোন- চেয়েছিলাম, বলল আব্বুর কাছে যাও।

আব্বুর কাছে গিয়েছিলাম, কিন্তু আব্বু বলল তোমার আম্মুর কাছে যাও। ভাই- ঠিক আছে এক কাজ কর, আব্বুকে বল আম্মু ২ টাকা চায়, আর আম্মুকে বল আব্বু ২ টাকা চায়। তারপর ৪ টাকার ২ টাকা আমাকে দিয়ে বাকিটা তুমি নিয়ে যাও। বোন- আচ্ছা। বাংLish কথোপকথন: স্বামী- ইউ নো বউ, গত নাইটে তুমি যখন স্লিপিং দিচ্ছিলে, তখন আমি আর মুন একত্রে সারা নাইট জেগেছি ! তোমার সঙ্গে মুনকে মিলিয়ে দুটো পোয়েম রচনা করেছি! ভেরি মজাদার! স্ত্রী- কি কইলা, মুন! হ্যায় ক্যাডা মোরে খুইল্যা কও,হ্যার লগে আবার আমারে মিশ খাওয়াইছো! আইজ তোমারে দুইন্যা তামা কইরা ফালামু ** সংগৃহীত
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।