আমাদের কথা খুঁজে নিন

   

দৈনন্দিন ধর্ম



জুম্মার নামযের বয়ানে হুজুর কখনও বলেন না , চালের কেজি ৪২ টাকা। আপনার পাশের বাসার পরিবারটি ঠিকমত ভাত খেতে পাচ্ছে কিনা, একটু লক্ষ করবেন। ভোটার লিস্টের ছবি তোলা সংক্রান্ত একটি ঘোষনা পাঠ করার সময়ও তার গলা খুবই মৃদু এবং বিবর্ণ শোনায়। আথচ উনি চিৎকার করে বলেন, আমাদের বাচ্চারা এত সুন্দর ইংরেজী বলতে পারে, কন্তু তারা আরবী বারো মাসের নাম জানে না। আমরা মুসলমান। মুসলমানদের জন্য এটা বরই লজ্জার কথা। তার গলায় এ সময় আবেগ চলে আসে। সেই আবেগ স্পর্শ করে সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।