আমাদের কথা খুঁজে নিন

   

দৈনন্দিন অভিশাপ শেষে........................



প্রথম : রক্ত পলাশের অনিবার্ণ ফতুয়া গায়ে জড়িয়ে আজও আমি শূন্য, .....দীর্ঘ পথ বাকি ....... ক্লান্ত চরণ দ্বিতীয়া : বিকেলে তাজা রোদ্রের শেষে, ঈশাণ মানচিত্রে কালো ঝড়ে কতটা ঝড়া পাতায় পূর্ণ হলে নত হবে ঈশ্বর বন্দনায়, ঈশ্বরও বুঝি ফাকি দেন !!! প্রথম : দাবদাহে পিপাসার্ত এই প্রাণ, ঈশান কোনের দারুন ঝড়ের প্রার্থণায় ব্যাকুল, তারও আগে মৃত্যুদহে গভীর নিরবতা, আরও কতটা সময়? দ্বিতীয়া : যদি ঘুম থেকে কখনও জাগো, যেমন ক্লান্ত পাখিরাও জাগে, যে জলজমৃত্তিকায় এখনও আলো পৌছায়নি, জেনো সবুজ সেখানে গুরুত্বপূর্ণ নয়। প্রথম ঃ দীর্ঘশ্বাসের স্রোতস্মিনী প্রবাহে কেবল একটিই প্রশ্ন জাগে, শীতল কুঠরীর স্বপ্ন কখনও কি ভাঙ্গে, ঈশ্বর তুষ্ট হয় প্রার্থণায়!!! কখনও? দ্বিতীয়া : যে নদীতে এখনও জোয়ার আসেনি, সাজায়নি কেউ ভেলা মরদেহ দিয়ে, তবুও এই অনিঃশেষ যাত্রায় ক্ষমা করো মহান অসম্ভবে, অতঃপর নিশ্চয়ই করে তুমি জানবে নির্মোঘধূলে আলোকবর্তিকা ছুয়েঁও যায়নি এখনও!!! প্রথম : হায় তবে হৃদয়ের গভীর হতে অসমাপ্ত পূণ্যতায় কেবলই টলমল জলের আর্শীবাদ, নিষ্পাপ আলো-আধাঁরে হও আশ্চর্য শীতল! দ্বিতীয়া : আমাদের পরিচয়ের পূর্ণতায় যেদিন শীতল হবে সবুজমালনী থেকে তুন্দ্রাময় সমস্ত অঞ্চল, জেনো একজন রয়ে যাবে, যেমন থেকে যায় বেহুলা... (কান্নায় ভেঙ্গে পড়তে পড়তে প্রথম বিনম্র হয়, সুতীব্র চিৎকারে খন্ড-বিখন্ড করে দিতে এই ধরণী।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।