আমাদের কথা খুঁজে নিন

   

দৈনন্দিন অনুকাব্য

Dream Today,Create Tomorrow........

উঠি উঠি করেও ইচ্ছে হয় না, আলসেমী ঝেঁকে বসে এইভাবেই তিমির শেষে প্রতিটি ভোর আসে। ঠান্ডায় হিম হিম কিংবা তড়িঘড়ি করে ওই বাথরুমে কে রে?? বের হবি নাকি ছোট ঘরের বাইরের ইয়ে! ফেলবো সেরে। ব্রাশে পেষ্ট দিয়ে মুখে ঘষাঘষি, বেসিনের পানি কই?? ব্যাকআপ ড্রামে কি কিছু আছে?? এক মগ-ই ভরসা, ঘড়ি এতো দৌড়ায় ক্যান?? কিছু রেখে যাচ্ছি না তো পাছে?? নাশতার টাইম নাই বাস যদি যায় চলে অফিসের কাছে উদরপূর্তি করবো সান্তনা দেই এই বলে। বেশীক্ষণ নয়, এই তো মাত্র তিরিশ কিংবা ঘন্টাখানেক পর বাস মহারাজা আসলেন, আমি ধণ্য তাই এখন মানুষরূপী বানর। বাদুড় ঝোলা শেষ করে সাধ্যের প‌্যাঁচে অফিসের কাছে ছোট্ট খুপরীতে আর কোন বুঝ মানছে না সে, আমি ব্যস্ত উদরপূর্তিতে।

আহ! একটু শান্তি এখন করা যাক জেনে শুনে বিষপাণ দু'আঙ্গুলের ফাঁকে গলা টিপে ধরে শুরু করলাম ধূমপাণ। সারাদিন কাজকর্মে সময় যে কই গেলো দুইটা বাজে!!! তাই তো বলি পেট জ্বলছে কেন?? পেট শান্তি তো সব শান্তি কিন্তু খাবার পর আর ভালো লাগে অফিস-টফিস, বিছানা টানছে আমায় খোদা রহম কর। অবশেষে বেলা গেলো ফিরবো এইবার ঘরে ব্যাচেলর লাইফ নো টেনশন যাবো রাত করে। সব জীবনের-ই সুবিধা আছে ব্যচেলরেও তাই নতুন বাসা খুঁজতে গেলে বুঝা যায় ব্যচেলরের মতো নিকৃষ্ট জীব এই ধরায় নাই। ধূর ছাই এখন তো বাসা আছে চিন্তা কি আর!!! আবার আমি বানর হবো অপেক্ষা বাস মহারাজার।

এমনি করে রাত আসে আবার সূর্য্য উঠে গগণে নিত্য দিনের সস্তা রুটিণ বুঝি ফুরাবে না এই জীবনে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।