আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবধান বিধায় ক্ষমাপ্রার্থী

অনেক জটিলতার মাঝে একটু প্রশান্তির আশায় ছুটে চলা।

আমি তো আর আমার মতো তোমাকে সাজাতে পারবো না,তুমি সবটাই তোমার মতো- আমার থেকে সম্পু্র্ণ ভিন্ন। তোমার চেহারা, শারীরিক গঠন, আকার-আকৃতি, সর্বোপরি মন-মানসিকতা, চিন্ত-ভাবনা কোন কিছুতেই মিল নেই আমার সাথে। তাহলে তুমিই বলো কি করে তোমাকে নিজের মতন হতে বলি.............. জানি সম্ভব নয়। আর তাইতো আমি আর যাই নি তোমার সামনে- যেদিন থেকে বুঝেছি তুমি সম্পুর্ণ ভিন্ন সত্তা। তুমি থেকো তোমার মতো- সুখে কিংবা দুঃক্ষে, তা সম্পুর্ণ তোমার ব্যক্তিগত। আমি দূর আকাশের ঈগল কিংবা চিলের মতন তোমায় দেখে দূর থেকেই চলে যাবো, কাছে যাবো না-বিরক্ত করবো না। আর কখোনো বলবোও না ভালোবাসি, চাইবও না সাজাতে আমার মতন তোমাকে। যেমন ইচ্ছে তেমন থেকো, শুধু আমায় ক্ষমা করো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।