আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবধান

মিথ্যে এ স্বপ্ন আকা

মা একটা ছোট কাজ ধরিয়ে দিলেন। আসার পথে কিছু কাচা বাজার নিয়ে আসতে হবে। বাজারে যেতে খুব বিরক্ত লাগে, ময়লা কাদায় একাকার একটা স্থান। তার উপর মাছি ভিন ভিন করতে থাকে। সোমাপুর বাসা আমার বাসার কাছেই তাই স্কুল ছুটি হলে এক রিক্সাতেই ফিরি।

কাচা বাজার করতে হলে মাঝ পথে নামতে হবে, পরে আরেক রিক্সা নেও আরকি। বৃহস্পতিবার স্কুলে গানের ক্লাস থাকে, সব ছেলে মেয়ে কম্বাইন্ড। ভালই লাগে পিচ্চিগুলোর বাহারি সংস্কৃতিক কর্মকান্ড। মাঝে মাঝে আমাদেরও কিছু পার্টিসিপেট করতে হয়। গানের টিচার রীতাদি আসেন নাই তাই কিছু কবিতা আবৃতি, কিছু হৈ চৈ করে আগেই ক্লাস শেষ।

খুশিই লাগলো আগে ভাগে ছুটি পেয়ে। আমার ব্যগটা বেঢপ ভাবে ফলে থাকতে দেখে সোমাপু হাসলেন- কি, ভিতরে কি নিছ? বাজার ব্যাগ, বাজার করে যেতে হবে। ও ভালোই হলো আমারও বাজার নাই বাসায়- সোমাপুকে সাথে পেয়ে ভালই লাগলো। বদ্দারহাট কাচা বাজার টা এখন আনেক গুছানো হয়ছে। বাজার করতে সোমা ম্যাডাম সিদ্ধহস্ত, তাই বাজার ব্যাগটা বেশ টইটম্বুর হয়ে গেল।

একসময় দুজনের ব্যাগ বহন করাই কঠিন ব্যপার হয়ে গেল, যেই পিচ্চিগুলো আপা 'ব্যগ ধরবো' 'ব্যগ ধরবো' বলে ঘুর ঘুর করে ওদের একজনের কাধে তুলে দিতে হলো। রিক্সা পর্যন্ত পাচ টাকা তাতেই মহা খুশি , দৌড়ে হারিয়ে গেল কোন আড়ালে। আমি চিন্তা করি আমার স্কুলের পিচ্চিদের কথা, এদের সাথে কত ব্যবধান। একদল মা বাবার স্নেহের ডানায় নিত্য দিন আরেক দল জীবিকার সন্ধানে এই ছোট বয়সেই বাজারে। তবুও জীবনের এ বয়ে যাওয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।