আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবধান

মুহসিন আব্দুল্লাহ

ব্যবধান মুহসিন আব্দুল্লাহ ঘোরলাগা বর্ষায় তুমি যখন উড়ছ রোমান্টিক হাওয়ায় আমার দেয়ালে ক্লান্ত টিকটিকি ঘুমায় নিশ্চিন্তে কেউবা তখনো হাটে উল্লম্ব দেয়ালে খাদ্যের খোঁজে। উত্তর পশ্চিম কোণে জালে বসে ডিমে তা দেয় মা মাকড়সা পরম মাতৃত্বে । পুবের ডোবায় ব্যাঙেরা ডাকে সারাক্ষণ আদিম জৈবিক আকাঙ্খায় । তোমারও মনের গহীন কোণে হয়তোবা ডাকে কোন ব্যাঙ। ভিন্ন কোন অস্তিত্বের চাওয়ায় ! অবাধ্য বৃষ্টির ছাট ভেজায় তোমার সাজানো ব্যালকনি গ্রীলের ফাঁক দিয়ে বাড়িয়ে দেয়া রোমাঞ্চিত হাত টিপয়ে পড়ে থাকে ঠান্ডা কফির মগ। পাশের বস্তিতে অনুকুল চন্দ্রের ছাপড়া ঘরেও তখন ঝরে বৃষ্টি আকাশ থেকে, দুচোখ থেকে। নষ্ট হয়েছে পুরনো টিন ফুটোয় ভরা ছাদ দুদিন ধরে নেই কোন কাজ, রান্না হয়নি ভাত। বেখবর তুমি ! জানালা খুলে সোফায় শূয়ে বৃষ্টির রোমাঞ্চে শুনছো শ্রীকান্তের গান, পরম স্বস্তিতে !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।