আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবধান



তুমি নিজবাসে কন্যা-জায়া-জননী-ভগিনী বেষ্টিত আনন্দ উচ্ছল মুখরিত কলরবে এখানে আমি একা সুদূর পরবাসে গড়িয়ে যাওয়া নোনাজল মুছি দু'হাতে এখন-তখন, বেলা-অবেলায়। ওখানে তোমার জলকেলীর মহা আয়োজন প্রৌঢ়া-কিশোরী-তরুণীর মধ্যমনি তুমি আকাশসম হৃদয় অবারিত দানে কোন সে মধুর লীলায় মত্ত-বিহার নির্লজ্জ প্রকাশ্য অথবা গোপনে অমরাবর্তী সখীদের পেলব স্পর্শে বিভোর বড় কান্ত তুমি অমৃত স্বর্গ সূধাপানে। এখানে আমি অন্ধপুরোবাসে যান্ত্রিক ডাকের ব্যর্থ ব্যকুল অপেক্ষায় নির্ঘুম জাগি, চোখে চোখে রাত্রি-দুপুর বন্ধ মনের দুয়ারে এটেছি বজ্র খিল তবুও কাটেনা প্রহর অশ্রুসিক্ত উপবাসে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।