আমাদের কথা খুঁজে নিন

   

আঙ্কেল , ভাইরাস বড় ডিস্টার্ব করে by Jamal Ahmed Khan

পৃথিবীটাকে যেমন পেয়েছ তার থেকে সুন্দর করে রেখে যেতে চেষ্টা কর

বেশ কিছুদিন ধরে বাইরে , ব্লগে লেখালেখি নাই । হঠাত আজ লিখতে খুব ইচ্ছা হল - তাই এই লেখা নিজের কোন থাকার যায়গা না থাকায় ঢাকায় এক আঙ্কেলের ম্যাসে কিছুদিন ( ঠিক আমার আঙ্কেল না আমার বন্ধুর আঙ্কেল ) । ঐ আঙ্কেলের একটা পিসি আছে যাতে কেন নেট কানেকশন নাই । যেটার কাজ শুধু সিনেমা , ভিডিও গান আর গান বাজানোতেই সীমাবদ্ধ । ঐ ম্যাসে আরেক আঙ্কেল আছেন , উনার পিসিতে আবার নেট কানেকশন আছে ।

তো নিয়মিত এর ওর পিসি থেকে ফাইল আনার কারণে আঙ্কেলের পিসিতে ছিল ভাইরাসের আখড়া । সত্যি বলতে মুভির যদি দুইটা পার্টে থাকত তবে একটা পার্ট থাকত ভাইরাসের দখলে যা আর চালানোর উপায় ছিল না । একদিন আঙ্কেলের কাজের বহর দেখে বললাম - আঙ্কেল , পিসিতে লিনাক্স মিন্ট দিয়ে দেই । আপনি তো স্পেশাল কোন কাজ করেন না - খামাখা ভাইরাসের সাথে যুদ্ধ করে কী করবেন ? আঙ্কেল বললেন - ঠিক আছে , দাও । সাথে সাথে কাজ শেষ করে দিলাম ।

আঙ্কেল ও খুব পছন্দ করেছেন দেখলাম - বিশেষ করে ভাইরাস যেসব ফাইলের বারোটা বাজিয়ে দিয়েছিল সেসব ফেরত পেয়ে আঙ্কেল মহা খুশী । দুই সপ্তাহ পর ...................................... আঙ্কেলের পিসিতে গিয়ে দেখি উইন্ডোস দেয়া ! আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কেনো আঙ্কেল ? আঙ্কেল যা বললেন তা হল - " আঙ্কেল , ভাইরাস বড় ডিস্টার্ব করে ! " পরে আমার বন্ধুর কাছ থেকে যা জানলাম তা হল - আরেক আঙ্কেলের ম্যাক বাইন্ড করা ইন্টারনেট কানেকশন কনফিগার করতে না পেরে , সাথে ঐ আঙ্কেলের " লিনাক্সে কোন সফটওয়্যার ইউজ করা যায় না " এমন প্ররোচনায় আঙ্কেল এই কাজটা করেছেন আমি মনে মনে ভাবলাম আমারে একটা ফোন দিলেই তো হইত । যাই হোক , লেখা শেষ করি । বিশ্বাস করবেন কিনা জানিনা - আঙ্কেলের সেই বানী - " আঙ্কেল , ভাইরাস বড় ডিস্টার্ব করে ! " শোনার পর আমি ঝাড়া ২ মিনিট তবদা মেরে ছিলাম । তারপর অবশ্য আর কিছু বলিনি শুধু বিরাট একটা অট্টহাসি দিয়েছিলাম - যাই হোক ভাইরাস বলে কথা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.