আমাদের কথা খুঁজে নিন

   

উজ্জল আগামীর স্বপ্ন (গল্প)



খালিক নিজের স্বার্থ সম্পর্কে খুবই সচেতন। অত্যন্ত শক্তিশালী রুপে সেটি তুলে ধরলো সাদেক। সাদেক সন্দেহ পোষণ করায় সম্ভাবনা অনেক বেশী এ বিশ্বাসটি সংশয় বা টানাপোড়নের মুখোমুখি। গভীর উপলব্ধির ফলশ্রুতি পিছিয়ে পড়ার অবস্থান গ্রহণে স্বাচ্ছন্দ বোধ করবে বলে প্রত্যাশাও করা যায়না। সাদেক আচ্ছা! নিঃস্বার্থভাবে দেশের জন্যে কাজ করার ক্ষেত্রে রনির সংশ্লিষ্টতা অতুলনীয় নয় কী? কারণ- অবশ্যই! মানবসেবার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে নেয়া উদ্যোগ বাস্তবায়নে দেশপ্রেমিক ভাল ছেলেরা স্বতস্ফুর্তভাবে এগিয়ে আসবে এটা স্বাভাবিক।

যুব সংঘটি উল্লেখযোগ্য সময়কাল পার হয়ে এসেছে। অন্তত বয়সের বিবেচনায় এটি এখন অনেক পরিণত। অর্জন ও সীমাবদ্ধতা গুলো বিশ্লেষণ ভবিষ্যতের জন্য উপযুক্ত পরিকল্পনা ও সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সহায়ক হবে বলে প্রতিয়মান হয়। জিসাল- বর্তমানের আলোকে যাবতীয় কর্মকান্ডকে বিচার করার প্রয়োজনীয়তা মোটেই অস্বীকার করা যায়না। কিরণ- ঠিক বলেছ! তবে অতীতের পরিস্থিতিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়াটা আবশ্যক।

গভীর ভাবে নাড়া দিয়ে যাওয়া বিষয়গুলোর বিশ্লেষণ তুলে ধরাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। সাধারণত বন্ধুদের আড্ডা থেকে এটি নিঃসন্দেহে ব্যতিক্রম। এখানে বন্ধুরা তাদের বৃহত্তর উপলব্ধি ও চেতনাবোধকে বাস্তবায়তার সাথে সম্পৃক্ত করে দেখতে চায়। গঠনমূলক কাজের পরিকল্পনা ও সৃজনশীল চিন্তার বিনিময় চলে। রিক্ত- অনেক ভাল চিন্তা, সুন্দর উদ্যোগই একটা সময়কাল দীপ্তি ছড়িয়েছে এবং পরবতর্ীতে রুঢ় ভাবে প্রত্যাখ্যাত হয়েছে।

কিরণ-যৌক্তিক বলেছ! তবে আমরাতো হতাশা হয়ে বসে থাকতে পারিনা। চলমান প্রক্রিয়ার সাথে আমরা নিজেদের বিভাবে যুক্ত করব, কতটুকু দূরত্ব বজায় রাখব অথবা কতটুকু উপেক্ষা করব সেটি বিবেচনায় বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। শুধু নেতিবাচক চিন্তা নয়, ইতিবাচক চিন্তা করতে হবে। তা না হলে আমরা বিভ্রান্ত হবো। খন্ডিত ভাবে কোন ব্যাপারে বোঝার চেষ্টা করলে সেটি হয়ে পড়তে পারে যথেষ্ট বিভ্রান্তিমূলক।

সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে। সচেতন থাকতে হবে, বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। যোবায়ের- কারো সমালোচনা, কতুক্তিতে কান দিয়ে আমরা একটি ভাল উদ্যোগ বাস্তবায়ন থেকে সরে কখনোই যাবনা। আমাদের এক ধরনের দৃঢ় প্রত্যয় তৈরি হয়েছে। আমি মনে করি আমাদের অভিজ্ঞতা গুলো গুরুত্বপূর্ণ।

কিরণ- আমি দারুণভাবে আনন্দিত যে তোমাদের চিন্তার দিগন্ত পরিপূর্ণরুপে উদিত হতে চলেছে। যেহেতু প্রতিটি চিন্তাই একটি চিন্তন প্রক্রিয়ার ফলাফল। সেহেতু শুভ কাজ, শুভ উদ্যোগ থেকে শুভ চিন্তাও বাড়ছে। অবশ্যই এগুলো দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আসবে। ব্যক্তিস্বার্থের উধের্্ব উঠে বৃহত্তর সেবায় আত্মনিয়োগের জন্য নবীন প্রজন্মের মানসিক স্বতস্ফুর্ততী, আগ্রহ ও উদ্যো মোটেই গুরুত্বহীন সাদামাঠা কোন ব্যাপার নয়, এটা জাতির উপর স্রষ্টার আশির্বাদ, এর তাৎপর্য অনেক গভীর।

সেবামূলক সুন্দর মানসিকতার বিকাশ সামগ্রিকভাবে মানব চিন্তার বিকাশধারা থেকে বিচ্ছিন্ন নয়। মাফুজ- অনেকের অবস্থান বা দৃষ্টি ভঙ্গি পরিচ্ছন্ন নয়। এ ক্ষেত্রে অবস্থানকে স্পষ্ট করে যৌক্তিক ব্যাখ্যা উল্লেখ করা উচিৎ। কেননা আমাদের ঐক্যই আমাদের শক্তি। এ ব্যাপারটি গুরুত্বের সাথে বিবেচনায় রাখা প্রয়োজন।

কিরণ- ভিন্নভিন্ন পরিপ্রেক্ষিতে নানা দৃষ্টিভঙ্গি তৈরি হতেই পারে। তবে নিজের জ্ঞান ও ইমেজকে শক্তিশালী করার ধারাবাহিক বুদ্ধিবৃক্তিক পরিশ্রমের ফলকেই সর্বোৎকৃষ্ট মনে করলে সমস্যা বাড়বে। চিন্তার বিকাশ ভাল তবে উদার মানসিকতা থাকতে হবে। অপরের মতামতকে মেনে নেয়ার মত বড় মনের পরিচয় দিতে হবে। লক্ষ্যে পেঁৗছে কাংখিত সাফল্য লাভের জন্যে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়।

বৃহৎ চিন্তার বাস্তবায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় । আগামীর স্বপ্নই সামনে এগিয়ে চলার প্রেরণা । সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় গভীর উপলব্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে অস্বীকার করার সুযোগ নেই। এক উজ্জ্ব ল আগামীর স্বপ্নই সামনে এগিয়ে চলার প্রেরণা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.