আমাদের কথা খুঁজে নিন

   

উপমা, ব্রাহ্মপল্লী, ময়মনসিংহ (আপনাকে বলছি)

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর।

ময়মনসিংহ জেলা সদরের ব্রাহ্মপল্লীর উপমা। ঠিকানা বলতে এটুকুই। এই অসমাপ্ত ঠিকানা দিয়ে একজন মানুষকে খুঁজে বের করা দুষ্কর।

আর এই উপমা নামটিও ছদ্মনাম হতে পারে। উপমা ছদ্মনামধারী জনৈক শিক্ষার্থী একটি স্বপ্নের কথা বলতে চেয়েছে। নিজের নাম ঠিকানা প্রকাশ না করে স্বপ্নের কথাটি পত্রিকায় লিখে পাঠিয়েছে। ব্যাপারটি এরকম হতে পারে- উপমা ভেবেছে নাম ঠিকানা দিয়ে কি হবে? আমি যে স্বপ্নের কথা বলতে চাচ্ছি সে স্বপ্ন তো দেশের ১৫ কোটি লোকের স্বপ্ন। পনের কোটি লোকের নাম ঠিকানা তো বাংলাদেশকেই ঘিরে আছে।

অথবা এমন হতে পারে- উপমা ভাবছে আচ্ছা আমি যে স্বপ্নের কথা বলেছি তা জানতে পারলে মানুষ হাসাহাসি করবে। তারচেয়ে বরং আমি যে এই স্বপ্নের কথা লিখেছি তা গোপনই থাক। উপমা দৈনিক প্রথম আলোর পড়াশুনা পাতায় 'আমার স্বপ্ন' বিভাগে এই চিঠিটি লিখে পাঠিয়েছে ৩০/০৬/২০১০ তারিখে। কাকতালীয়ভাবে নেট ঘাঁটতে দিয়ে চিঠিটি আমার চোখে পড়েছে। আমি খুঁজছিলাম বিমান পথে বাংলাদেশের সাথে আমেরিকার দূরত্ব কত কিলোমিটার।

'বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব' লিখে সার্চ দিতেই 'বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব হবে ১০ মিনিট' প্রথম আলোর আমার স্বপ্ন বিভাগের শিরোনামটি ফুটে উঠে। কৌতুহল বশতঃ লেখার ভিতরে প্রবেশ করে আমার এই আবিষ্কার। আমি জানিনা পত্রিকায় উপমার এই চিঠিটি কতজন পাঠকের নজর কাড়তে সক্ষম হয়েছে। দু'চার দশজনের নজর কাড়লেও তারা উপমার এই স্বপ্নটিকে কতটুকু আমলে নিয়েছে তাও জানার কোন উপায় নেই। কিন্তু উপমার স্বপ্নটি এখন কোন অবস্থায় আছে তা আমার খুব জানতে ইচ্ছে করছে।

আমি প্রথম আলো পত্রিকায় ৩০ জুন ২০১০ তারিখে স্বপ্নময় কথাগুলোর প্রবক্তা উপমাকে বলছি। আপনি যে স্বপ্নের কথা বলতে চেয়েছেন সেই স্বপ্নের কথা দেশের পনের কোটি লোকের মনের কথা। আপনার এই স্বপ্নের কথা পনের কোটি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আপনি যেভাবে স্বপ্নের কথা বলতে চেয়েছেন তা আমরা সম্মিলিতভাবে বলতে চাই। আপনি এই অ্যাড্রেসে দয়া করে যোগাযোগ করুন।

প্রথম আলোর 'আমার স্বপ্ন' ফিচারের সম্পাদককে বলছি। উপমার কোন ডাক যোগাযোগ/মোবাইল থাকলে দয়া করে ই-মেইল অ্যাড্রেসে পাঠান। এরকম স্বপ্নদ্রষ্টাদের আমাদের বড় প্রয়োজন। সা.ইন ব্লগের বন্ধুদের বলছি। আপনাদের কেউ যদি উপমা নামের সেই স্বপ্নদ্রষ্টা শিক্ষার্থীর সন্ধান জানেন, দয়া করে উপরোক্ত ই-মেইল অ্যাড্রেসে জানান।

উপমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য আমরা একত্রিত হতে পারি। লিংকটি এখানে-স্বপ্ন দেখি আকাশে ওড়ার আমি উপমার স্বপ্নের কথা ক'টি হুবহু তুলে দিলাম- স্বপ্ন দেখি আকাশে ওড়ার স্বপ্ন দেখতে যতটা ভালোবাসি, ঠিক ততটাই স্বপ্নকে বাস্তবায়ন করতে ভালোবাসি। বন্ধুরা আমাকে স্বপ্ন ফেরিওয়ালা বলে। আমি যে স্বপ্ন ফেরি করি! স্বপ্ন দেখি আকাশে ওড়ার, স্বপ্ন দেখি সুন্দর ভবিষ্যতের, স্বপ্ন দেখি ইচ্ছাগুলোকে রঙিন করার। অনেক স্বপ্নের ভিড়ে একটি স্বপ্ন বারবার উঁকি দেয়।

দেশকে বিশ্বে পরিচিত করতে হবে। লাল-সবুজের পতাকা ওড়াতে হবে সর্বত্র। ছোট থেকেই স্বপ্ন দেখি, বিজ্ঞানকে এগিয়ে নেব। ২০০৮ সালে প্রথম বিজ্ঞান মেলায় অংশ নিয়েছিলাম। নিজের প্রজেক্ট ‘আদর্শ গ্রাম’ জমা দিয়েছিলাম।

চেষ্টা করছি, পরবর্তী বিজ্ঞান মেলায় যেন আগের চেয়ে ভালো প্রজেক্ট জমা দিতে পারি। নয়তো নিজেকে প্রমাণ করব কীভাবে? আমাকে যে ‘নাসা’য় কাজ করতে হবে। হ্যাঁ, আমার স্বপ্নটাই নাসা নামের পৃথিবীর বৃহত্তম বিজ্ঞান প্রতিষ্ঠানে যোগ দেওয়া। আমি পৃথিবীর সেই সময়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই, যাঁরা তাঁদের মেধা কাজে লাগিয়ে নিজ দেশের এবং পৃথিবী নামের গ্রহের সুনাম বাড়িয়ে চলেছেন। আমি আমার হয়ে পৃথিবীর প্রত্যেক মানুষের কাছে আমার দেশের, আমার সোনার বাংলার মেধাবীদের স্বপ্নকে পৌঁছে দিতে চাই বিশ্বের দুয়ারে।

আমি স্বপ্ন দেখি মঙ্গল অথবা বুধ কিংবা বৃহস্পতি গ্রহের অজানা মানবকে (অ্যালিয়েন) পৃথিবীতে বসে নিমন্ত্রণ পাঠিয়েছি আর ওরা আমার নিমন্ত্রণ পেয়ে পৃথিবীতে এসেছে। স্বপ্ন দেখি আরেকটি গ্রহকে পৃথিবীর মতো বাসযোগ্য করার। স্বপ্ন দেখি তিন কোনা বিশিষ্ট পাতলা ধাতুর সক্রিয় প্লেন তৈরির, যা হবে অ্যালুমিনিয়ামের চেয়ে পাতলা আর স্পেসিসের মতো দেখতে, যা অনেক দ্রুত গতিতে চলবে। বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব হবে ১০ মিনিট। স্বপ্ন দেখি ছায়াপথের বুকে চিহ্ন ফেলে, ছায়াপথের বুক চিরে স্বর্গ ও পৃথিবী এক করব।

আমি জানি, স্বপ্নকে আমার হাতের মুঠোয় আসতেই হবে। যে মানুষ স্বপ্ন দেখতে পারে না, সে মানুষ জীবনকে বুঝতে শেখেনি। আমি তাদের স্বপ্ন দেখাতে চাই, যারা নিজেদের ডাক্তার-ইঞ্জিনিয়ার তৈরি করতে চায় না, যারা মা-বাবার স্বপ্নকে ডিঙিয়ে আরও বড় হতে চায়। শুধু সাহায্য চাই আমার দেশের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। আমাদের শিক্ষাকে কর্মমুখী করুন।

একটু সাহায্য, একটু অনুপ্রেরণা, একটু স্বপ্ন আর একটু পরিশ্রম—তাহলেই হবে আমার স্বপ্নের বাস্তবায়ন। উপমা ব্রাহ্মপল্লী, ময়মনসিংহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।