আমাদের কথা খুঁজে নিন

   

অম্লান বদন- ০৩ ;

একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।

আমার চেচামেচির শেষ পর্যায়ে কি থাকে, উৎকর্ষ নাকি হতাশা বোধ, চুরি যাওয়া সময় আমাকে কি শেখায় ঠেকে শেখা চারুগঠন, তুলে নেয়া শোধ ? আমার বিলাসের বৈরীতায়, চৈতন্যের সূধা ছিলো, ভালো কিছু পাবার তাড়নায়, চুপচাপ ছিলো এলোকেশে দোলাচল, তাকিয়ে থেকে সবটুকু দেখে নেয়া, যতো এলোমেলো । আমি খুঁড়ে তুলেছি, ভূইফোড় সময়ের দাবী কোথায়, কি, কতটুকু লাগে, কতটুকু বঞ্চিতে বসে থাকে পথহারা, নিরুপায় লোকজন সার বেধে, সারি সারি, শক্ত বেঞ্চিতে ! আমি কি আর সাধে চেচাই, সাধে চেচাই উল্টে পাল্টে, সময়ের করনীয় হিসেব কষি আমি কবি, আমি সঞ্চিত সুধা, সুখ আর শান্তি কাম্য আমার, তাই ভালোবাসি ! লিখন জুন-২২.২০১০


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.