আমাদের কথা খুঁজে নিন

   

সুইসাইড নোট

h
ভালোবাসা যদি বিশ্বাসের আরেকটি রূপ হয়, তবে তুমি আমায় ভালোবাসনি। ভালোবাসা যদি হয় নির্ভরতার প্রতিক, তবে তুমি সেখানে একে দিয়েছ এক দারুন কষাঘাতের চিহ্ন। তোমায় ভালোবেসেছিলাম আশ্রয়ের খোঁজে, আমার অতীত জীবনের সব গ্লানি থেকে যেখানে মুক্তি পাওয়া যাবে। কিন্তু তুমি কি সত্যিই আমায় ভালোবেসেছিলে? নাকি মোহের বশে কিছুদিন আমায় চুম্বনে সিক্ত করে পরে ছুড়ে ফেলে দিলে আস্তাকুড়ে, যেন ওটাই আমার যোগ্যতম স্থান। তোমাকে আমি কি দেইনি বল? বিশ্ববিধাতার পর যদি আর কারো কাছে নিজেকে প্রস্ফুটিত অবস্থায় সমর্পন করেছিলাম সে তো তুমিই।

এখন আর আমার বিধাতার ওপর আশ্বাস নেই, তার কাছে রাতের পর রাত প্রার্থনা করেছি যেন তোমায় নিয়ে বাধা শতশত স্বপ্ন সত্যি হয়, কিন্তু সবই প্রবঞ্চনা। আমি যে তোমায় ছাড়া কিছুই ভাবতে পারিনা এখনও। আমার সম্পুর্ণ জগতটাই তো তোমাকে নিয়ে গড়ে ওঠা, সেখানে তো আর কারো প্রবেশের অনুমতি নেই। তাই তোমার কাছ থেকে বিদায় নেয়া মানে এই নিষ্ঠুর সুন্দর পৃথিবী থেকে বিদায় নেয়া। আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে তোমার কাছে শেষ মিনতী, তোমার কারণে আমার মত পরিণতি যেন না হয় তোমার… নুতন পাওয়া ভালোবাসার ।

হে বিশ্ব, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছ কারণ আমি ক্লান্ত, তুমি আমায় অনেক কিছু দিয়েছিলে। কিন্তু আমি তোমায় কিছুই দিয়ে যেতে পারলাম না কিছু এলোমেলো স্মৃতি আর এই নশ্বর দেহ ছাড়া, ক্ষমা কোরো আমায়। [ প্রিয় পাঠক-পাঠিকা গণ দয়া করিয়া ইহা ভাবিবেন না যে আমি বা কেহ এই পথে ধাবিত হইতেছে। ইহা নিতান্তই এক অস্থির মস্তিস্কের কল্পনা প্রসুত। জীবিত বা আত্মহত্যায় মৃত কাহারও সহিত ইহা সম্পর্ক যুক্ত নহে।

]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।